বৃহস্পতিবার, ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৬১ বছর পর নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়লেন চোই *** নাহিদ ইসলামের নেতৃত্বে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এনসিপির বৈঠক *** তলেতলে আ.লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির: মির্জা আব্বাস *** নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি *** জাকসু নির্বাচন আজ, এখনো মেলেনি ডোপ টেস্টের ফলাফল *** শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম *** নেপালের কারাগার থেকে কমিউনিস্ট নেতা টপ বাহাদুরও পালিয়েছেন *** গাজায় ত্রাণ কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ইসলামবিরোধী আমেরিকান বাইকার গ্যাং *** নেপাল থেকে জামালদের ফেরাতে বিশেষ ফ্লাইট, অপেক্ষা অনুমতির *** ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

রূপচর্চায় বেসনের কার্যকরি ভূমিকা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৭ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ত্বকের যত্নে বেসনের ব্যবহার বহু পুরোনোকাল থেকেই হয়ে আসছে। কারণ, বেসন ত্বকের যত্নে বেশ কার্যকরি ভুমিকা রাখে। নিয়মিত বেসনের সঙ্গে যদি কিছু উপাদান মিশিয়ে স্ক্রাব হিসাবে শরীরে বা ত্বকে ব্যবহার করা যায় তাহলে খুব কম সময়েই তার ফলাফল পাওয়া যায়। চলুন জেনে নিই বেসনের সঙ্গে কী কী মিশিয়ে স্ক্রাব তৈরি করা যায়-

বেসন এবং হলুদ

২ টেবিল চামচ বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়া এবং টক দই ভালো করে মিশিয়ে নিতে হবে। গোসলের আগে সারা গায়ে মেখে নিন এই মিশ্রণ। তারপর কিছুক্ষণ রেখে উষ্ণ গরম পানিতে ধুয়ে ফেলুন। ত্বকের লাবণ্যতা বাড়িয়ে দেবে বহুগুণ।

বেসন এবং মধু

২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। গোসলের আগে সারা গায়ে মেখে নিন এই মিশ্রণ। কিছুক্ষণ রেখে উষ্ণ গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। জেল্লা ফিরবে ত্বকে। স্পর্শকাতর ত্বক হলে মুখে মাখার প্রয়োজন নেই।

বেসন এবং শসা

অর্ধেক শসা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিন। এর সঙ্গে মিশিয়ে নিন ২ টেবিল চামচ বেসন। মুখে, হাতে, চাইলে গোটা শরীরেও মাখতে পারেন এই মিশ্রণ। গোসলের কিছুক্ষণ আগে মেখে ২০ পর মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

বেসন এবং লেবুর রস

২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ চা চামচ লেবুর রস এবং ১ চা চামচ দই ভালো করে মিশিয়ে নিন। এতে এক চিমটি হলুদ মিশিয়ে দিতে পারেন। প্যাকটি আপনার মুখ, ঘাড় ও হাত-পায়ে ব্যবহার করতে পারেন। প্যাকটি ত্বকে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরো পড়ুন: মাথায় অকালপক্ব চুলের সমাধান মিলবে মেহেদি তেলে

বেসন এবং জলপাইয়ের তেল

১ চামচ চা বেসন, ১ চা চামচ জলপাইয়ের তেল, ৩ ফোঁটা লেবুর রস এবং ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এ মিশ্রণ পুরো মুখে ব্যবহার করে ৫ মিনিট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বকের সমস্যা থাকবে না।

বেসন এবং মেথির গুঁড়া

সমপরিমাণ বেসন ও মেথি গুঁড়োর সঙ্গে সামান্য পানি বা গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। ত্বকের যেসব স্থানে অবাঞ্ছিত লোম আছে সেখানে এ মিশ্রণটি ব্যবহার করে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর আঙুল দিয়ে ওই স্থানে একটু ঘষে নিলেই লোম উঠে যাবে।

এসি/  আই.কে.জে



রূপচর্চা বেসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন