নেট জিরোর সেক্রেটারি গ্রান্ট শ্যাপস ।। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের এনার্জি সিকিউরিটি এবং নেট জিরোর সেক্রেটারি গ্রান্ট শ্যাপস জানান, ভারতকে তার লক্ষ্যে পৌঁছাতে হলে শক্তি সরবরাহের ক্ষেত্রে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, শক্তি সরবরাহের নিরাপত্তা ভবিষ্যৎকেও নিশ্চিত করবে। তাছাড়া ব্রিটেন এবং ভারত উভয়ই একে অপরের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখছে, যা উভয় দেশের জন্যেই লাভজনক।
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযুষ গোয়েল সম্প্রতি বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির (টিইপিএ) অগ্রগতি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতি (ইএফটিএ) সদস্য দেশগুলোর মন্ত্রীদের সাথে বৈঠক করতে ইউকে সফর করেছেন৷
আরো পড়ুন: অন্যান্য দেশের প্রগতিশীল অংশগুলোকে নিজের বলে দাবি চীনের
পীযুষ গোয়েল স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপের চিফ এক্সিকিউটিভ, বিল উইন্টার্সের সাথে বৈঠকে বসেন। সেখানে তিনি আলোচনা করেন কী করে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের অগ্রগতিতে প্রভাব রাখতে পারে। বর্তমানে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং ভারতীয় বিনিয়োগের উপর অনেক কিছুই নির্ভরশীল।
এম এইচ ডি/ আইকেজে