বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

শতবর্ষে দেব আনন্দ, রোমাঞ্চ করেছেন কোন অভিনেত্রীদের সাথে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দেব আনন্দের ১০০তম জন্মবার্ষিকী আজ। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর রোম্যান্টিক ছবি এবং গানের জন্য। তবে তিনি যে কেবল পর্দায় রোম্যান্টিক ছিলেন তেমনটা কিন্তু একদমই নয়। তিনি বাস্তবেও একই রকম প্রেমিক পুরুষ ছিলেন।

সবসময় ভালোবাসায় মজে থেকেছেন বলেই ২০০৮ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন। কিন্তু সবসময় ভালোবাসায় থেকেছেন। তিনি তাঁদের ভালোবেসেছেন অন্তর দিয়ে। এমনটাই সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি।

শোনা যায় দেব আনন্দ তাঁর জীবনে তিনজনকে ভীষণ ভালোবেসেছিলেন। কারা তাঁরা? সুরাইয়া, তাঁর স্ত্রী কল্পনা কার্তিক এবং জিনাত আমান।

সুরাইয়ার সঙ্গে দেব আনন্দের সম্পর্ক

শোনা যায়, ৪০ -এর দশকে যখন তাঁরা একত্রে একটার পর একটা ছবিতে কাজ করে চলছিলেন তখন তাঁরা একে অন্যের প্রেমে পড়েন। সূত্রের খবর অনুযায়ী একবার অভিনেত্রী জানিয়েছিলেন তিনি দেব আনন্দের জন্য একটা বিপদ থেকে বেঁচেছিলেন।

নদীতে শুট করার সময় তাঁর প্রাণ সংশয়ে পড়ে তখন অভিনেতাই তাঁকে বাঁচান। তাঁর এই কথা শুনে তাঁর প্রেমে পড়েন দেব আনন্দ। নিশ্চয় ভাবছেন কোন ছবি, কোন গান? তাহলে বলি বিদ্যা ছবির 'কিনারে কিনারে চলে যায়ে' গানটির শুটিংয়ের সময় সুরাইয়া নৌকা থেকে পা পিছলে পড়ে যান। তখন দেব আনন্দ সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপিয়ে তাঁকে উদ্ধার করেন।

তবে তাঁদের এই সম্পর্ক অভিনেত্রীর ঠাকুমা মেনে নেননি তাঁদের ধর্মের জন্য। যদিও তারপরেও তাঁরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখেন, এমনকি পালিয়ে যাওয়ার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন। কিন্তু সেই পর্যন্ত তাঁদের হাল ছাড়তেই হয়। যদিও এই সম্পর্ক ভাঙার পর আর বিয়ে করেননি সুরাইয়া। আজীবন সিঙ্গল থেকে যান তিনি।

তাঁরা একত্রে শায়ার, আফসার, সনম ছবিতে কাজ করেছিলেন। নিজের আত্মজীবনীতে সুরাইয়ার কথা লিখে যান অভিনেতা।

কল্পনা কার্তিকের সঙ্গে দেব আনন্দের সম্পর্ক

সুরাইয়ার সঙ্গে বিচ্ছেদের কিছু পর তিনি প্রেমে পড়েন কল্পনার। তাঁদের প্রথম ছবি মুক্তির তিন বছরের মধ্যেই তাঁরা বিয়ে করে নেন। ১৯৫৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা। দুটি সন্তানও আছে তাঁদের, সুনীল এবং দেবিনা।

দেব আনন্দ সম্পর্ক কল্পনা কার্তিক একবার হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'ও ভীষণ ভালো বাবা এবং স্বামী ছিল। অনেকেই ভেবেছিলেন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম এটা একদম ভুল। দেব আজও আমার মনে সমান ভাবে রয়ে গিয়েছে।'

আরো পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান

জিনাত আমানের সঙ্গে দেব আনন্দের সম্পর্ক

হরে রাম হরে কৃষ্ণ ছবিতে কাজ করতে গিয়ে সহঅভিনেত্রী জিনাত আমানের প্রেমে পড়েন দেব আনন্দ। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন যে না চাইতেও তাঁরা ইমোশনালি জুড়ে গিয়েছিলেন একে অন্যের সঙ্গে। এবং একটা সময় আচমকাই অনুভব করেন যে তিনি জিনাত আমানকে ভীষণ ভালোবেসে ফেলেছেন এবং তাঁকে সেটা বলতে চান।

তবে তিনি কখনই জিনাতকে প্রপোজ করে উঠতে পারেননি কারণ তিনি জানতে পেরেছিলেন নায়িকা রাজ কাপুরের গুণে তখন মুগ্ধ। পরে এই বিষয়ে জানতে পেরে অভিনেত্রী জানিয়ে ছিলেন যে তাঁর এই বিষয়ে কোনও ধারণাই ছিল না।

এসি/ আই.কে.জে


দেব আনন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন