বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

শাড়ির সাথে যে তিন শীত পোশাক মানানসই

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীতের মৌসুমকে বিয়ের বা যে কোন অনুষ্ঠানের মৌসুমও বলা হয়। মেহেদি, হলুদ, বিয়ে, রিসিপশন আরো কত কি! শুধু বিয়েই নয়, শীতের সময় অন্যান্য অনুষ্ঠানের পরিমাণও বেড়ে যায়। তবে শীতের সময় কোনো অনুষ্ঠানে যাবার সময় বিপাকে পতে হয় মেয়েদের। কারণ ঠান্ডার মধ্যে নিজের সাজসজ্জা ঠিক রাখবে নাকি শীত থেকে নিজেকে রক্ষা করবে। বিশেষ করে শাড়ি পরলে ঝামেলা যেন আরো বেড়ে যায়। শাড়ির সাথে সাল বা সোয়েটার কেউ পরতে চায় না। কিন্তু একটু বুঝে শুনে পোশাক বাছাই করলে আপনি শীত থেকেও বেঁচে যাবেন আবার পাশাপাশি ফ্যাশনটাও হয়ে যাবে। 

ব্লেজার


ফ্যাশনে চলছে ব্লেজার। শীতের সাথে ব্লেজার ওতপ্রোতভাবে জড়িত। শাড়ির সাথে ব্লেজার পরার ট্রেন্ড চলছে। শাড়ি সাথে ব্লেজার পরতে চাইলে এমব্রয়ডারি করা কিংবা প্যাচওয়ার্ক করা ব্লেজার বেছে নিতে হবে। টুকরো টুকরো বিভিন্ন রং এর কাপড়ের ব্যবহার করে প্যাচওয়ার্ক করা হয়। ভিন্ন ভিন্ন কাপড় ব্যবহার হয় ফলে প্যাচওয়ার্ক করা ব্লেজার বেশ রঙিন হয়। তাই যে কোনও উৎসবেই প্যাচওয়ার্ক করা ব্লেজার বেছে নেয়া যেতে পারে। ব্লেজারের মধ্যে ভিন্নতা নিয়ে আসতে ফুল, লতা-পাতা, পাখি ইত্যাদির এমব্রয়ডারি করা হয়। যার ফলে ব্লেজার হয়ে উঠে নান্দনিক। পার্টিতে পরার জন্যও বিশেষভাবে স্টোন দিয়ে নানা রকমের ব্লেজার তৈরি করা হয়৷ ব্লেজারের ক্ষেত্রে খেয়াল রাখতে হয় ফিটিং এর দিকে। ফিটিং ঠিক না থাকলে ব্লেজার পরলে অস্বস্তিকর অনুভূতি হয়। সেক্ষেত্রে কাস্টমাইজড করে ব্লেজার বানিয়ে নিতে পারেন।

হাইনেক সোয়েটার


শাড়ির সাথে হাইনেকের সোয়েটার পরা যেতে পারে। সেক্ষেত্রে শাড়ির আচল ভাঁজ করে রাখুন দেখতে ভালো লাগবে৷ বেছে নিতে পারেন এক রংয়ের কোনো শাড়ি ও কালারফুল হাইনেক সোয়েটার। এছাড়া বিভিন্ন নকশার সোয়েটার বেছে নিতে পারেন, এতে সবার নজর আপনার সোয়েটার উপরেই যাবে৷ আজকাল শাড়ির উপর কটি বেশ চলছে, এই শীতে শাড়ির উপর কটি পরতে পারেন৷ এটি আপনার লুকে ভিন্নতা নিয়ে আসবে৷ শাড়ির সাথে তাই পরতে পারেন লং প্যাটার্নের কটি৷ কটির মধ্যেও রয়েছে বাহারি নকশা। অনেকে শাড়ি ভাঁজ করে পরে, তার উপর ফিতাসহ কটি পরে সামনে ফিতা বেঁধে দিচ্ছেন। কেমন কটি বেছে নিবেন তা নির্ভর করছে আপনার শাড়ির রঙের উপর। শাড়ির রঙের সাথে মিলিয়ে কটি পরতে পারেন আবার শাড়ির থেকে সম্পূর্ণ ভিন্নরঙা কটিও পড়তে পারেন। 

আরো পড়ুন : শাড়ি পরলে মোটা দেখায়? জেনে নিন সমাধান

শাল


শাড়ির সাথে সবচেয়ে বেশি প্রচলিত শীত পোশাক হচ্ছে শাল। অনেকেই শালকে একঘেয়ে মনে করে শাড়ির সাথে পরতে চায় না। কিন্তু শালেও এসেছে এখন নানা বৈচিত্র্যতা। শালের ওপর করা হয় ভারী এমব্রয়ডারি কিংবা নকশী কাঁথার কাজ, যা আপনি খুব সহজেই যেকোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন। এছাড়া খাদি শালেও করা হচ্ছে নতুন সব নকশা৷ শালের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তুলতে প্রিন্টের মাধ্যমে বসানো হয় প্রিয় কবিতার লাইন কিংবা গান৷ বিয়ের মতো অনুষ্ঠানের জন্য বেছে নিতে পারেন সিকোয়েন্সের কাজ করা শাল। এছাড়া চুমকি ও পুঁতির কাজ করা শালও রয়েছে৷ শালেও কিন্তু রয়েছে প্যাচওয়ার্ক৷ সাধারণ কোনো সুতির শাড়ির সাথে প্যাচওয়ার্ক করা শাল বেশ মানিয়ে যায়৷ অনুষ্ঠানের জন্য অনেকে বেছে নিচ্ছে ভেলভেট শাল৷ এইসব শালে যোগ করে দেওয়া হয় টার্সেল। 

শাড়ির সাথে সঠিক শীত পোশাক বেছে নেওয়ার পাশাপাশি নজর রাখুন গয়না ও মেকাআপের প্রতিও। কারণ শীত পোশাকের ফলে অনেক সময় গয়না ঢেকে যায়, তাই এমন গয়না বেছে নিন যা আপনি যে ধরনের শীত পোশাকই পড়েন না কেন গয়না নজরে পবে৷ শীতের সময় অনেকেই মনে করে শাড়ির সাথে শীত পোশাক পরলে সাজ নষ্ট হয়ে যাবে, ফলে শীত সহ্য করে অনেকে শীত পোশাক এড়িয়ে যায়৷ কিন্তু আপনি যদি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী হন তবে যে কোন পোশাকে আপনাকে মানিয়ে যাবে শুধু জানতে হবে কায়দা করে শাড়ি পরা৷

এস/ আই.কে.জে/

পোশাক শাড়ি শীত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন