মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

অনলাইনে শিঙাড়ার পেমেন্টে করে দেড় লাখ টাকা খোয়ালেন চিকিৎসক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সহকর্মীরা মিলে ঘুরতে যাবেন বলে ঠিক করেছিলেন। সঙ্গে শিঙাড়ার পিকনিক। সেই মতো অনলাইনে বেশকিছু শিঙাড়া অর্ডার করেছিলেন মুম্বাইয়ের এক চিকিৎসক। আর তাতেই খোয়ালেন প্রায় দেড় লাখ টাকা।

জানা যায়, প্রতারকদের কথা মতো অনলাইন পেমেন্টের পদ্ধতি অনুসরণ করাতেই টাকা খুইয়েছেন তিনি। আর এই ঘটনার তদন্তে নেমেছে সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতারিত হয়েছেন কেইএম হাসপাতালের চিকিৎসক। তিনি এবং তার সহকর্মীরা কারজাত এলাকায় পিকনিকে যাবেন বলে ঠিক করেছিলেন। তখনই অনলাইনে পাওয়া একটি নম্বর থেকে ২৫ প্লেট সিঙাড়ার অর্ডার দেন। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় দেড় হাজার টাকা অগ্রিম দিতে হবে তাকে। এরপরেই হোয়াটসঅ্যাপ মেসেজ পান তিনি। যেখানে অর্ডার নিশ্চিত করা হয়। এছাড়াও একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয় বিল মেটানোর জন্য। ওই অ্যাকাউন্টে চিকিৎসক দেড় হাজার টাকা পাঠান। এর পরেই কারচুপি করে প্রতারক।

পুলিশ জানিয়েছে, অগ্রিম দেওয়ার পর ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, সম্পূর্ণ পেমেন্টের জন্য একটি ট্রান্সস্যাকশন আইডি তৈরি করতে হবে। প্রতারককে বিশ্বাস করে সেই কাজ করতে গিয়েই লাখ টাকা হারান চিকিৎসক।

আরো পড়ুন: তেলে ভাজা মশার কেক, চেটেপুটে খাচ্ছে মানুষ! (ভিডিও)

পুলিশ আরো জানায়, প্রথমে দফায় তার অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৮০৭ টাকা গায়েব হয়। এভাবেই মোট ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ এফআইআর দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে।

এম এইচ ডি/ আইকেজে 

অনলাইন আন্তর্জাতিক চিকিৎসক টাকা শিঙাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন