সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব *** এত ‘নির্দোষ, নিরপরাধ, নিষ্পাপ’ সরকার আমি দেখিনি: দেবপ্রিয় ভট্টাচার্য *** গণগ্রেপ্তারের অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন *** গোপালগঞ্জে জারি করা কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার *** পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা *** শুটিংয়ে আহত হননি শাহরুখ

সমুদ্রে দীর্ঘতম যাত্রার রেকর্ড গড়ল ভারতীয় সাবমেরিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১১ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

আইএনএস ভাগি- স্কোরপেন

ভারতের স্কোরপেন সাবমেরিন ৭ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়। এটি ভারতের দীর্ঘতম যাত্রা বলে জানানো হয়েছে। ‘আইএনএস ভাগি’ জুন মাসে মোতায়েন করার পর ক্রমাগত যাত্রা করেছে। যাত্রাপথে শুধু শ্রীলঙ্কার একটি বন্দরে থেমেছিল স্কোরপেন। 

ভারতের নৌবাহিনী শনিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সাবমেরিনটি একটি বর্ধিত পরিসরে যাত্রা করার জন্য নামানো হয়েছিল। ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করছিল স্কোরপেন সাবমেরিনটি। তা অস্ট্রেলিয়ার ফ্রেমান্টলে পৌঁছবে ২০ অগাস্ট। সেই মতো ২০ অগাস্ট রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছে ’আইএনএস ভাগি’র নামে ভারতের স্কোরপেন সাবমেরিনটি।

এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীর পঞ্চম কালভারী শ্রেণির সাবমেরিন। এই বছরেরই জানুয়ারিতে ভারতীয় নৌবাহিনী কমিশন করা হয়েছিল। এটি মুম্বাইয়ে অবস্থিত। প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থার সূত্রে জানা গিয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের অংশ হিসেবে শ্রীলঙ্কার একটি বন্দরে তা নোঙ্গর করেছিল। তাছাড়া আর কোনও বন্দরে তা নোঙ্গর করেনি। 

প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থা আরও জানিয়েছে যে, সাবমেরিনটি জুন মাসে তার মিশনে নামার পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার কিলোমিটার বা ৪ হাজার নটিক্যাল মাইলের কিছু বেশি পথ অতিক্রম করেছে। আইএনএস ভাগির গতির উপর নির্ভর করে প্রতি তিন-চারদিন পর পর আবার সমুদ্রের গভীরে ডুবে যাওয়ার আগে কয়েক ঘণ্টার জন্য ব্যাটারি চার্জ করেছে শুধু। অর্থাৎ গভীর সমুদ্র থেকে তা সমুদ্রবক্ষে উঠেছে শুধু ব্যাটারি চার্জ করার জন্য। বাকি সময় জলে ডুব দিয়ে এগিয়ে গিয়েছে নিরন্তর। 

ভারতীয় সাবমেরিন প্রথমবার অস্ট্রেলিয়ার উদ্দেশে বর্ধিত পরিসরের জন্য মোতায়েন করে ভারতের নৌবাহিনী জানান দিল, দীর্ঘ সময়ের জন্য বেস পোর্ট থেকে বহূ দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে তারা তৈরি। ভারতীয় নৌবাহিনী সক্ষমতা ও পেশাদার দক্ষতা প্রদর্শনের জন্যই এই মিশন বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে। অস্ট্রেলিয়ায় থাকার সময় আইএনএস ভাগির অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি ইউনিটের সঙ্গে একটি মহড়ায় অংশ নেবে। একইসঙ্গে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভারতীয় নৌবাহিনী জাহাজ ও বিমানগুলি ১১ থেকে ২১ অগাস্ট এবং ২২ থেকে ২৪ অগাস্ট মহড়া চলছে এবং চলবে।

এসকে/ 


ভারত সমুদ্রে দীর্ঘতম যাত্রা স্কোরপেন সাবমেরিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন