শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

গণমুক্তি পার্টির গোলটেবিল বৈঠক

সর্বজনীন গণতন্ত্রের জন্য উন্নত রাজনৈতিক দল ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

চলমান ধারার রাজনৈতিক দলগুলো দিয়ে সর্বজনীন গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সুষ্ঠু নির্বাচন ও উন্নত দল প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও বাংলাদেশ গণমুক্তি পার্টির তাত্ত্বিক নেতা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে শুক্রবার (৬ অক্টোবর) বাংলাদেশ গণমুক্তি পার্টি আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্রের রূপ ও প্রকৃতি: বাস্তবায়নের পন্থা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আবুল কাসেম ফজলুল হক এই মন্তব্য করেন।

আবুল কাসেম ফজলুল হক বলেন, গত চার দশক থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ—এসব রাজনৈতিক মতাদর্শ আর সুষ্ঠুরূপে নেই। এ অবস্থায় রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এখন গণতন্ত্রের যে রূপ ও প্রকৃতি দেখা যায়, তাকে নব্য উদারতাবাদ নাম দেওয়া হয়েছে। এর সঙ্গে অর্থনীতি ও সংস্কৃতির ধারণাও আছে। এই নব্য উদারতাবাদ মূলত সাম্রাজ্যবাদীদের ও দরিদ্র বিশ্বে তাদের অনুসারী ধনিক-বণিকদের ও আমলাদের গণতন্ত্র।

বাংলাদেশের জনগণের জন্য সর্বজনীন গণতন্ত্র দরকার বলে মন্তব্য করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। এ জন্য উন্নত রাজনৈতিক দল গঠন ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, এখন যে চরিত্রের রাজনৈতিক দল আছে, তার কোনোটি দিয়েই সর্বজনীন গণতন্ত্রের দিকে এগোনো যাবে না। সর্বজনীন কল্যাণে নতুন রাজনৈতিক চিন্তা, পরিকল্পনা ও চিন্তাধারা দরকার। দরকার নতুন নেতৃত্ব। এটি জনগণের দিক থেকে গড়ে তুলতে হবে। ঘুমন্ত জনসাধারণকে জাগাতে হবে চিন্তা ও কর্মের মধ্য দিয়ে। এটা রাতারাতি করা যাবে না, পর্যায়ক্রমে চিন্তা ও কর্মের মধ্যে দিয়ে সাফল্য অর্জন করতে হবে। এর জন্য সাধনা ও সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বৈঠকে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, বাংলাদেশে বর্তমান গণতন্ত্র বিপর্যয়ের মুখে পড়েছে। তিনি এই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য গুরুত্বারোপ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অবাধ, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীন ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ গণমুক্তি পার্টির আহ্বায়ক এম আলীম সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা এনামুল হকসহ অন্যান্য নেতা। সভা সঞ্চালনা করেন প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান।

একে/

গণমুক্তি পার্টি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250