বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে আয়ু বাড়ে, আমেরিকার গবেষকদের দাবি *** ভারতের সশস্ত্র বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি *** খালেদা জিয়াকে দেশে আনতে প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স *** সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: মাহফুজ আলম *** মডেল মেঘনা আলম কারামুক্ত *** ২০২৭ সালের জুনের পর ‘করছাড়’ থাকবে না *** ‘বিএসসিপিএলসি আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে মাইলফলক অতিক্রম করেছে’ *** ‘পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো গাজাও ফিলিস্তিনের অংশ’ *** ‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে এখনো আলোচনা হয়নি: প্রেস সচিব *** আগামীকাল শেষ হচ্ছে মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা

সারাদিন মেকআপ টিকিয়ে রাখার টিপস!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যারা মেকআপ করতে পটু তারা তো হামেশাই নানা রকম এক্সপেরিমেন্ট করেন, এটা সেটা দিয়ে লুক বদলান। অনেকে আবার অতটা ভালো পারেন না। এমনকি স্কিন টোনের সঙ্গে কোন ফাউন্ডেশন যাবে, স্মোকি আইজ কীভাবে বানানো যায় সেসব তো দূরের কথা, সামান্য কাজল কীভাবে পরতে হয় সেটাও জানেন না।

তাই যে কোনও অনুষ্ঠানে তৈরি হয়ে যাওয়ার জন্য মেকআপ শেখাটা খুব জরুরি। কিন্তু মেকাপ জানলেই হবে না মেকাপকে সারা দিন কিভাবে টিকিয়ে রাখবেন সেটাও জানতে হবে। 

চলুন জেনে নিই কিভাবে মেকাপ করলে সারা দিন থাকবে-

প্রথমে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। এবার মুখে টোনার এবং তারপর সিরাম লাগান। সিরাম না লাগলেও ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন। স্কিন তৈরি না করে যদি মেকআপ করেন মেকআপ তো বসবেই না ভালো, উপরন্তু ত্বকের ক্ষতি হতে পারে। তাই ত্বককে আগে তৈরি করে নেওয়া প্রয়োজন।

এবার পোর মিনিমাইজার লাগাতে পারেন, না হলে কেবল প্রাইমার লাগিয়ে নিন। তারপর মুখে যেখানে কালো দাগছোপ আছে সেই জায়গায় ডার্ক রঙের কনসিলার দিন। এবার সেটাকে ভালো করে মিশিয়ে ফাউন্ডেশন লাগান।

আরো পড়ুন : চোখ বড় দেখাতে যেভাবে সাজবেন!

ফাউন্ডেশন লাগানো হয়ে গেলে এবার চোখের নিচে, ভ্রুর মাঝে, নাকের ওপর লাইট রঙের কনসিলার দিন। এবার এটাকেও ভালো করে মিশিয়ে ফেসপাউডার লাগিয়ে সেটাকে লক করে দিন। তারপর ব্রোঞ্জার দিয়ে গাল, নাকের দুই সাইড, কপালের ওপর, থুতনি এগুলো কেটে নিন। গালে দিয়ে দিন ব্লাশ। এবার সবটা ভালো করে মিশিয়ে মেকআপ ফিক্সার স্প্রে করুন।

সব শেষে ভ্রু আঁকুন আইব্রো পেন্সিল দিয়ে। তারপর চোখের ওপর পছন্দের আইশ্যাডো লাগিয়ে কাজল এবং লাইনার পরে নিন। ঠোঁটে লাগিয়ে নিন পছন্দের লিপস্টিক। ব্যাস তাহলেই রেডি। এইভাবে সাজলে যেমন দ্রুত সাজ হয়ে যাবে তেমনই অনেকক্ষণ থাকবেও এই মেকআপ।

এস/ আই. কে. জে/

টিপস মেকআপ টিকিয়ে রাখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন