শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক

সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ চায় জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জাপা - ছবি: সংগৃহীত

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। ঢাকা সফরে আসা ইইউ'র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে জাপা বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দরকার।

শনিবার গুলশানে বৈঠক শেষে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দেশের মানুষ চায় নিরপেক্ষ নির্বাচন। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এজন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন। 

তিনি জানানা, নির্বাচন নিয়ে কথা হলেও বৈঠকে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি।

বৈঠকে আরও ছিলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং তার বিশেষ দূত মাশরুর মওলা। মাশরুর মওলা সমকালকে বলেন, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে তারা পর্যবেক্ষক পাঠাবেন। ইইউ'র এই অবস্থানকে জাপা স্বাগত জানিয়েছে।

তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা জানেন বিগত নির্বাচনে কী হয়েছে। তারা তা মুখে না বললেও বৈঠকে মনোভাবে বুঝিয়েছেন। নির্বাচনকালীন সরকার কেমন হবে তা নিয়ে কথা হয়নি বৈঠকে। কীভাবে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। 

আরো পড়ুন: আগে গণতান্ত্রিক পরিবেশ, তারপর সংলাপের প্রশ্ন: বিএনপি

মাশরুর মওলা বলেন, ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন জাপা আগামী নির্বাচনে কীভাবে অংশ নেবে? জোট করবে নাকি এককভাবে ভোট করবে? জাপা জানিয়েছে, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। 

এম/


জাতীয় পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250