সোমবার, ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ওএমএসে আলু বিক্রি করতে চায় সরকার *** ১০ দিনের মধ্যে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ *** জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোটা থাকছে না *** কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ই আগস্ট *** এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি *** ৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৬ *** খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু *** বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক: গোপালগঞ্জে প্রশাসন চাইলে রক্তপাত এড়ানো যেত *** পাকিস্তানকে উড়িয়ে ৯ বছর পর জিতল বাংলাদেশ *** এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হওয়ার বিষয়ে তিন দলের ভিন্ন প্রস্তাব

২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা। ছবি: সংগৃহীত

২৫ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রির অপরাধে নোয়াখালীর কোম্পানীগঞ্জে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও ভাউচার না রাখায় আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বসুরহাট বাজারের ওই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভুঁইয়া।

তিনি বলেন, সকালে অফিসে এসে ফেসবুকে দেখি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগ করেছেন ভোক্তারা। পরে বাজারে গিয়ে অভিযোগের সত্যতা পাই। ৮৫ টাকার পেঁয়াজ ১১০ টাকায় বিক্রির অপরাধে নুরনবী ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি খবরে অভিযানে নামেন ইউএনও মো. মেজবা উল আলম ভুঁইয়া। পরে চার প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ওআ/

জরিমানা পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন