মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

৫ ফুট ৮ ইঞ্চি চুলের বিশ্বরেকর্ড গড়লেন নারী

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

দীর্ঘতম মুলেট চুল রাখার বিশ্বরেকর্ড গড়লেন তামি মানিস। ছবি: সংগৃহীত

দীর্ঘতম মুলেট চুল রাখার বিশ্বরেকর্ড গড়লেন আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের বাসিন্দা তামি মানিস। কপালের উপরিভাগ ও পাশের চুল ছোট রেখে পেছনের চুলগুলো বেশ কয়েকটি স্তর দিয়ে রাখাকে মুলেট বলা হয়ে থাকে।

তামি মানিস জানান, সর্বশেষ ১৯৯০ সালে চুল কেটেছিলেন তিনি। এরপর কেটে গেছে ৩৩ বছর। দীর্ঘ সময়ের এই বিরতিতে চুল বেড়ে হয়েছে ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা।

কিশোর বয়স থেকেই মুলেট সাজেই চুল রাখতেন তিনি। আশির দশকের জনপ্রিয় মার্কিন ব্যান্ড ‘টিল টিউসডে’-এর এক গানের ভিডিও থেকে তিনি এই অনুপ্রেরণা পান।

তামি মানিস জানান, লোকজন আমাকে এ জন্য বহু বছর ধরে মনে রেখেছে। এমনও হয়েছে যে ২০ বছর পর দেখা কিন্তু চুলের কারণে চিনে ফেলেছে আমাকে। 

আমেরিকাতে প্রতি বছর মুলেট চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতা আয়োজিত হয়। ২০২২ সালে এই প্রতিযোগিতায় তামি দ্বিতীয় হন। 

এর কিছু দিন পরই তিনি জানতে পারেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে মুলেট নামে বিশেষ ক্যাটাগরি রয়েছে। বিষয়টি জানার পরই আবেদন করেন তামি মানিস। 

গিনেস কর্তৃপক্ষ বিষয়টি যাচাইয়ের পর সম্প্রতি তাকে এই স্বীকৃতি দিয়েছে। প্রক্রিয়া দীর্ঘ হলেও সার্টিফিকেট পেয়ে উচ্ছ্বসিত তামি। জানান, সবচেয়ে লম্বা মুলেটের নারীর স্বীকৃতিটি এখন আমার। বিষয়টি সত্যিই অসাধারণ।

সূত্র : বিবিসি

ওআ/

বিশ্বরেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন