বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’ সংহত করতে ৪ দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক *** লিটন দাস জয় উৎসর্গ করলেন নিহতদের স্মরণে *** সহজ ম্যাচ কঠিন করে জিতে সিরিজ বাংলাদেশের *** বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক বলে মনে করে সরকার *** বিএনপি-জামায়াতসহ চার দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা *** প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না—এই দাবির যৌক্তিকতা নেই: সালাহউদ্দিন *** আখের চিনি দিয়ে ‘ট্রাম্প ভার্সন’ বাজারে আনছে কোকা-কোলা *** বিমান বিধ্বস্তে হতাহতদের সব ধরনের সহায়তা দিচ্ছে সরকার: প্রেস উইং *** ফরিদা পারভীনের শারীরিক অবস্থার উন্নতি, ফিরেছেন বাসায় *** জাকেরের ফিফটিতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

‘আস্থা ভোটে’ জয় পেলেন শাহবাজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ২৮শে এপ্রিল ২০২৩

#

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ছবি: সংগৃহীত


পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ বৃহস্পতিবার দুপুরের পর পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির এই আস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন। খবর দ্য ডনের।

প্রতিবেদনে খবরে বলা হয়, আস্থা ভোটে ১৭২ ভোটের প্রয়োজন হলেও শাহবাজ শরীফ পেয়েছেন ১৮০ ভোট। ফলে পার্লামেন্টে অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

শাহবাজ শরীফ পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন—এমন খবর চাওড় হলেও দেশটির সরকার বেশ জোর দিয়েই তা প্রত্যাখ্যান করে আসছিল। তার কয়েক দিন পরই এই অপ্রত্যাশিত ঘটনা ঘটল।

প্রস্তাব পাস হওয়ার পর শাহবাজ শরীফ পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেন, ‘পার্লামেন্টের সিদ্ধান্তকে আজ চ্যালেঞ্জ করা হচ্ছে। এই পার্লামেন্ট আমাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। এই পার্লামেন্ট যদি বিতর্কের পর কোনো সিদ্ধান্তে পৌঁছায় তাহলে সেই সিদ্ধান্তকে সম্মান করা আমার কর্তব্য। তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব।’

আরো পড়ুন:  ১৫ বছর ছাগল চরিয়ে ওমরাহ পালন করলেন ৮২ বছরের বৃদ্ধ

এদিকে ক্ষমতাসীন জোট সরকারের এ শক্তি প্রদর্শন আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনরত ইমরান খানের পিটিআইয়ের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, পিটিআইয়ের ২০ সংসদ সদস্যের ভোট গণনা না হওয়ায় প্রধানমন্ত্রী আস্থা হারিয়েছেন। শাহবাজ শরীফের ১৭২ সদস্যের পরিবর্তে মাত্র ১৬০ সদস্যের সমর্থন আছে। আজকের ভোট শাহবাজ শরীফ এবং পাকিস্তানের গণতান্ত্রিক আন্দোলনের জন্য বড় পরাজয়।

এম/


 

ভোটে জয় শাহবাজ শরীফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন