শনিবার, ১৮ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমানের বিবিসির সাক্ষাৎকারে ৮০ ভাগ নেটিজেনের ইতিবাচক প্রতিক্রিয়া *** ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তপশিল: সিইসি *** ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে এনসিপি *** চীন সরকারের ব্যাপক শুদ্ধি অভিযান, শীর্ষস্থানীয় ৯ জেনারেল বরখাস্ত *** ঢাকামুখী ৮ ফ্লাইট গেল চট্টগ্রাম ও কলকাতায় *** জুলাই সনদে কাল স্বাক্ষর করবে গণফোরাম *** যারা বলেন এবার ‘জামায়াতের শাসন দেখি’, তাদের উদ্দেশ্যে যা বললেন আনু মুহাম্মদ *** ‘রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যাবে না’ *** ‘দোসর’ বলার জন্য বিএনপির সালাহউদ্দিনকে ক্ষমা চাইতে হবে: নাহিদ *** হিজাব নিষিদ্ধে পর্তুগালের পার্লামেন্টে বিল পাস

আজ আইপিএলের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনালে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি এবং গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

২০০৮ সালে বসে আইপিএলের প্রথম আসর। সেই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপির পুরস্কার। রানার্স-আপ দল পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে বৃদ্ধি পেয়েছে প্রাইজমানি। গত আসরের চ্যাম্পিয়ন হয়ে গুজরাট পেয়েছিল ২০ কোটি রুপি। রানার্স-আপ রাজস্থান রয়্যালস পেয়েছিল ১৩ কোটি রুপি। এবারও একই পরিমাণ আর্থিক পুরস্কার পাচ্ছে চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ দল।

তবে এবার প্লে-অফে ওঠা বাকি দু’দলের জন্যও থাকছে আর্থিক পুরষ্কার। তৃতীয়স্থানে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স পাবে ৭ কোটি রুপি। চতুর্থস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস পাবে ৬ কোটি ৫০ লাখ রুপি। বাকি দলগুলোর জন্য থাকছে না কোন আর্থিক পুরষ্কার।

আরো পড়ুন: মেসির রেকর্ড গোলে লিগ শিরোপা জিতল পিএসজি

দলগত পুরষ্কার শেষে থাকছে ব্যক্তিগত পুরষ্কার। আইপিলে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার কমলা টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। সর্বোচ্চ উইকেট শিকারি বেগুনি টুপির সঙ্গে পাবেন ১৫ লাখ রুপি পুরস্কার। তবে সবচেয়ে বেশি আর্থিক পুরষ্কার পাবেন উদীয়মান ক্রিকেটার। টুর্নামেন্টের উদীয়মান ক্রিকেটার পাবেন ২০ লাখ রুপি।

এম/
 

আইপিএল ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250