বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পোস্টার থেকে ফেসবুক পেজে, নির্বাচনী প্রচারের চেনা চিত্র বদলে গেছে *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি আগেও ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল *** অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজটি ৩৫ মিনিট আকাশে ছিল, অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত *** ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করল সৌদি আরব *** সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত *** আমলাতন্ত্র জগদ্দল পাথরের মতো জনগণের বুকে চেপে বসেছে, কিছুই করা যায় না: ফাওজুল কবির খান *** আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র *** ‘গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যমকর্মীদেরই আদায় করতে হবে’ *** নাসীরুদ্দীন পাটওয়ারী ‘সিম্প্যাথি’ পেতে মিথ্যা বলছেন: মির্জা আব্বাস *** ড্রোন বানাবে বাংলাদেশ বিমানবাহিনী, সহায়তা করবে চীন

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের বিশ্বকাপের ম্যাচ ফি দেবেন রশিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তান। অন্যদিকে একইদিনে দেশটিতে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। এতে ২ হাজার ৬০ জনেরও বেশি মৃত্যুবরণ করেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো হাজার-হাজার মানুষ।

এমনর পরিস্থিতিতে দেশের মানুষদের দুর্দিনে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রশিদ খান। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর থেকে পাওয়া ম্যাচ ফি'র পুরোটাই ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই লেগ স্পিনার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (টুইটারে) রশিদ বলেছেন, আফগানিস্তানের পশ্চিম প্রদেশে (হেরাত, ফারাহ এবং বাডঘিস) ভূমিকম্পের করুণ পরিণতি সম্পর্কে জেনে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্যার্থে বিশ্বকাপ থেকে পাওয়া আমার সব ম্যাচ ফি দান করবো। দ্রুতই সাহায্য করতে পারবে এমন লোকদের নিয়ে আমরা তহবিল গঠন করবো।

এদিকে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০ জনে। রোববার (৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র। এ ছাড়া বার্তাসংস্থা এপি'র প্রতিবেদনেও বিষয়টি জানানো হয়েছে। 

এর আগে, শনিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে দেশটির হেরাত প্রদেশে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর পাঁচটি বড় আফটারশক হয়। ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

এসকে/  

আফগানিস্তান ভূমিকম্প নিহত আহত রশিদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250