প্রতীকী ছবি
এএফসির দুটি টুর্নামেন্টে বাংলাদেশের দুই ক্লাব দল, আবাহনী ও বসুন্ধরা কিংসের প্রতিপক্ষের নাম জানিয়েছে এএফসি। টুর্নামেন্টের প্রিলিমিনারি পর্বে খেলবে আবাহনী। তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ঈগলস ক্লাব, খেলা হবে ১৫ আগস্ট। বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ শারজাহ এফসি। এই ম্যাচও হবে ১৫ আগস্ট। আবাহনীর খেলা ঢাকায়। কিংসের খেলা আরব আমিরাতে। র্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণে কিংসকে গিয়ে খেলতে হবে।
এএফসির ফুটবলে দুটি স্তর। একটি এশিয়ান চ্যাম্পিয়নস লিগ এবং দ্বিতীয় স্তর হচ্ছে এএফসি কাপ। কিংস খেলছে ওপরের স্তরে। শারজাহকে হারাতে পারলে কিংস খেলবে প্লেঅফে, ইরানের ট্রাক্টর এফসির বিপক্ষে। এখানে জয় পেলে গ্রুপ পর্বে খেলবে।
আরো পড়ুন: জয় দিয়ে সাফ মিশন শুরু কুয়েতের
এএফসি কাপের দক্ষিণ অঞ্চলে আবাহনী, পশ্চিম অঞ্চলে খেলছে কিংস। এই অঞ্চলে দক্ষিণ অঞ্চলে দুই ধাপ বাছাই পার হলে পাঁচটি দলের মধ্যে একটি দল চূড়ান্ত পর্বে খেলবে। ঈগলসের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলে আবাহনীর প্লেঅফ ম্যাচ হবে ২২ আগস্ট।
এম/