রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের *** ঐক্য গড়তে রাজবন্দীদের মুক্তি দিচ্ছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট *** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ

আরো ৩০ প্যালেস্টাইনিকে মুক্তি দিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরো ৩০ প্যালেস্টাইনি বন্দি। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সপ্তম দফায় এই ৩০ জনকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এইবার মুক্তপ্রাপ্তদের বেশিরভাগই নাবালক। 

অন্যদিকে হামাস গাজা থেকে আরো ৮ বন্দিকে মুক্তি দিয়েছে। শুক্রবার (১লা ডিসেম্বর) আন্তর্জাাতক বিভিন্ন গণমাধ্যমসূত্রে এমনটি জানা গেছে।

যেসব প্যালেস্টাইনি মুক্তি পেয়েছেন তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। এছাড়া হামাস-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম থেকেও বন্দিদের মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে ৩০জন প্যালেস্টাইনি বন্দিকে মুক্ত করা হয়েছে বলে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে। বর্ধিত যুদ্ধবিরতি চুক্তির অধীনে চূড়ান্ত পর্যায়ে ওই ৩০ প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেওয়া হয়।

‘ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তাদের হাতে আটক ৮ ইসরায়েলি বন্দিকে মুক্ত করার কয়েক ঘণ্টা পর এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এই ৩০ প্যালেস্টাইনি বন্দির মধ্যে ২৩ জন নাবালক ও সাতজন নারী।’

এর আগে গাজা উপত্যকায় দেড় মাসের বেশি সময় ধরে বন্দি থাকা ইসরায়েলি দুই নারীকে মুক্তি দেয় প্যালেস্টাইনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ওই দুই নারীর পরিচয় প্রকাশ করেছে।

তারা হলেন, গত ৭এ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে কনসার্ট থেকে অপহৃত ২১ বছর বয়সী মিয়া চেম এবং ৪০ বছর বয়সী অমিত সোসানা। মিয়া চেমের ইসরায়েলের পাশাপাশি ফরাসি নাগরিকত্বও রয়েছে।

প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস এরপর আরো ছয়জন বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। হামাসের হাত থেকে মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৯ থেকে ৪১ বছর বয়সী চারজন নারী রয়েছেন, যার মধ্যে একজন মেক্সিকান-ইসরায়েলি দ্বৈত নাগরিক বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, হামাসের সাথে ইসরায়েলের মাঝে প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয় গত ২৪শে নভেম্বর। পরে চুক্তির শেষ দিনে তা আরো দুদিনের জন্য বৃদ্ধি করা হয়। এরপর আরো একদফায় এই চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আজ এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

ইসরায়েল আগেই হুমকি দিয়ে রেখেছে, যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা আবারো গাজায় হামলা চালানো শুরু করবে।

সূত্র: এএফপি, আল জাজিরা

এসকে/ 

মুক্তি গাজা ইসরায়েল হামাস বন্দি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন