মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

আলিয়া কি তবে মহেশ আর পূজা ভাটের সন্তান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সেলিব্রিটিদের নিয়ে নানা গসিপের প্রচলন রয়েছে এই ইন্ডাস্ট্রিতে। এর মধ্যে কিছু কিছু গসিপ এমন হয় যে শুনলে হুঁশ উড়ে যায়। বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাট কে নিয়েও নানা জল্পনা রয়েছে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে। হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে প্রেম, এমনকি নিজের বড় মেয়ে পূজা ভাটকে প্রকাশ্যে চুম্বন কিংবা বিয়ে করতে চাওয়া, এ সবকে কেন্দ্র করে অনেক তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি।

এমনিতে ভাট পরিবারে কেচ্ছা কম নেই! নব্বইয়ের দশকের গোড়ার দিকে এক ছবি ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ যেখানে নিজের মেয়েকে ঠোঁটে ঠোঁট ঠাসা চুমু খেতে দেখা গিয়েছিল পরিচালক মহেশ ভাটকে। যাঁর ব্যক্তিগত জীবন মানেই বিতর্ক। 

ভাট পরিবারকে নিয়ে যে-সব গুজব ছড়িয়েছিল তার অন্যতম আলিয়া ভাট নাকি মহেশ ভাট ও তাঁরই মেয়ে পূজা ভাটের সন্তান। এই আজব রটনা সম্পর্কে প্রথমবার মুখ খুলেছেন আলিয়ার সৎ দিদি।

যারা সেই গুজব ছড়িয়েছেন পূজার চোখে তারা ‘ইডিয়ট’। পরিবরের সদস্যদের সঙ্গে নাম জুড়ে দেওয়া আজকালের ফ্যাশন, দাবি আমিরের ‘দিল হ্যায় কে মানতা নেহি’ নায়িকার। 

আলিয়া নাকি মহেশ ও পূজার মেয়ে, ভাট পরিবার সম্পর্কে আলোচিত এই গুজব পূজার কানে এসেছে কি? জানতে চান সিদ্ধার্থ কান্নন। জবাবে মহেশ ভাটের বড় মেয়ে বলেন- ‘এটা ভীষণ বোকাবোকা একটা ব্যাপার। এই নিয়ে কোন মন্তব্য করতেও রুচিতে বাঁধে।

এমন ভুল তথ্য যিনি ছড়িয়েছেন তাঁকে একটু ধরে আনা হোক। আসলে আমাদের দেশে এগুলো বহু আগে থেকেই চলে আসছে। কোন পুরুষের তাঁর মেয়ের সঙ্গে কিংবা তাঁর বৌদির সঙ্গে নাম জড়ানোটা প্রচলিত ব্যাপার। এইসব বিষয়কে পাত্তা দেওয়াটাও আমার রুচিবিরুদ্ধ’।

এই নিয়ে মুখ খুলেছিলেন আলিয়া ভাটও। বহুবছর আগে করণ জোহরের টক শো-তে গিয়ে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে অদ্ভুত গুঞ্জন প্রসঙ্গে আলিয়া সাবলীলভাবে বলেছিলেন, 'যে আমি মহেশ ভাট আর পূজা ভাটের মেয়ে।'

আরও একবার এ প্রসঙ্গে কথা বলেছিলেন রণবীর ঘরণী। একটি ছবির প্রচারে গিয়ে তিনি বলেন, 'আমার বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম, শৈশবে এই সিদ্ধান্তের কোন প্রভাব আমার উপর পড়েনি।

হয়তো আমি সেটাকে কোন গুরুত্ব দিইনি। তার পর দেখি লেখা হয়েছে, আমি পূজা ভাট এবং মহেশ ভাটের মেয়ে। ব্যাপারটা খুবই হাস্যকর। যিনি এটি লিখেছেন, তাঁর মাথার ডাক্তার দেখানো উচিত। সেই ব্যক্তির জন্য আমার কষ্ট হয়।'

আরো পড়ুন: ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে নেটিজেনদের মনজয় করলেন শিল্পা শেঠী

মহেশ ভাটের ব্যক্তিগত জীবন সর্বদাই থেকেছে চর্চায়। বিবাহিত মহেশের সঙ্গে অভিনেত্রী পারভিন বাবির প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। এরপর প্রথম স্ত্রী কিরণকে (লরেন ব্রাইট)-কে ডিভোর্স না দিয়েই সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ।

সোনিকে বিয়ে করতে ইসলাম গ্রহণ করে আসরাফ ভাট নাম নেন আশিকি পরিচালক। মহেশ ও কিরণের দুই সন্তান পূজা ভাট ও রাহুল ভাট। অন্যদিকে সোনি ও মহেশের দুই সন্তান- শিরিন ও আলিয়া।

এসি/



আলিয়া মহেশ ভাট পূজা ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন