শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান সমর্থকদের উপর আবারো পাকিস্তান পুলিশের অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

পাকিস্তানের পিটিআই সমর্থক

পাকিস্তানের পাঞ্জাব পুলিশ আবারও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। পুলিশ দাবি করেছে, পাকিস্তানে গত ৯ মে সহিংসতার অভিযোগে জড়িত সন্দেহভাজনদের জন্য অভিযান চালানো হচ্ছে। গণমাধ্যম ডন-এর বরাতে এই খবর জানা গেছে।  

দেশটির পুলিশ বলছে, ৯ মে সহিংসতায় সামরিক স্থাপনা ও ভবনে হামলার অভিযোগে যেসব ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলায় অভিযুক্ত সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য তারা এই অভিযান পরিচালনা করছে।

তবে কিছু কিছু সূত্র অভিযোগ করেছে, পিটিআই-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি পার্টি কর্মীদের সমাবেশের আয়োজন করে স্বাধীনতা দিবস উদযাপন করতে বলার পর পাঞ্জাব পুলিশ হাই-আপ পিটিআই কর্মীদের এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। ডন-এর খবর অনুসারে। 

তারা আরও বলছে, সরকারী কর্তৃপক্ষের ভয় ছিল যে পিটিআই কর্মীরা স্বাধীনতা দিবসে ছাদে জাতীয় পতাকার পরিবর্তে দলীয় পতাকা উত্তোলন করতে পারে এবং এটি জাতির জন্য কলঙ্কের কারণ হতে পারে।

উল্লেখ্য, গত ৯ মে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্টে গ্রেফতার করা হয়। তার গ্রেপ্তারের পর পাকিস্তানে বিক্ষোভ শুরু হয় এবং পাকিস্তানে লাহোর কর্পস কমান্ডারের বাসভবন এবং রাষ্ট্রীয় সম্পত্তি সহ সামরিক স্থাপনায় হামলা হয়।

হামলার কিছু প্রতিবেদন অনুসারে, পাঞ্জাব পুলিশ হাইকমান্ড জেলা ও আঞ্চলিক পুলিশ অফিসারদের নির্দেশ জারি করেছে যাতে পিটিআই কর্মী কোনো ধরনের লঙ্ঘন বা আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কোনো ধরনের হাঙ্গামা না করে তা নিশ্চিত করার জন্য একটি ক্র্যাকডাউন শুরু করেছে।

এমনকি পুলিশ পিটিআই কর্মীদের ১৪ আগস্ট স্বাধীনতা দিবসেও বা তার আগে পাঞ্জাব প্রদেশ জুড়ে কোনও সমাবেশ বা বিক্ষোভ না করার জন্য বলেছে। 

ডন-এর খবর অনুযায়ী, সাম্প্রতিক অভিযানে পিটিআই-এর ১০০০-এরও বেশি কর্মী, কর্মী এবং নেতাদের গ্রেপ্তারের জন্য চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানের একটি স্থানীয় সংবাদ চ্যানেলের মতে, পাঞ্জাব পুলিশ গ্রেপ্তারের জন্য ৪০৮২ জনের একটি তালিকা তৈরি করেছে।

গত দুই দিনে পাঞ্জাব পুলিশের বিশেষ দল পিটিআই কর্মীদের গ্রেফতার করতে পাঞ্জাবের বিভিন্ন জেলায় প্রায় ১০০টি চিহ্নিত স্থানে অভিযান চালিয়েছে।

অধিকন্তু, প্রদেশটির বিভিন্ন অঞ্চল থেকে রিপোর্ট এসেছে যে পুলিশ পিটিআই কর্মী ও কর্মীদের গ্রেপ্তারের জন্য বাসস্থান, পার্টি অফিস এবং অন্যান্য চত্বরে অভিযান চালাচ্ছে।তবে পিটিআই নেতা মুসাররাত চিমা অভিযোগ করেছেন যে পুলিশ তার কর্মীদের হয়রানি করেছে।

পুলিশের মহাপরিদর্শক উসমান আনোয়ার বলেছেন, প্রাদেশিক পুলিশ কেবল সেই অপরাধীদের গ্রেপ্তার করছে যারা ৯ মে সহিংসতার মামলায় ওয়ারেন্টেড ছিল। স্বাধীনতা দিবসের আগে গ্রেপ্তার করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করে বলেন, "আমরা যারা ফৌজদারি মামলায় জড়িত তাদের পিছনে আছি।"

এআরওয়াই নিউজের খবরে বলা হয়েছে, ৯ মে মামলার ঘটনায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাঁচটি বড় শহরে ২১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সূত্রঃ এএনআই, ডন 

এসকে/ 

পাকিস্তান ইমরান খান পিটিআই পাঞ্জাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন