শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

ইসরায়েলের হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের ভূমিকার নিন্দা বাম জোটের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা না জানানোয় বাংলাদেশ সরকারের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে, মুক্তিযুদ্ধের সময় ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার এই ঘটনায় নিন্দা না জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় মনোভাবের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের ঘোষিত নীতির পরিপন্থী।

সোমবার (৯অক্টোবর)  এক বিবৃতিতে বাম জোট এই নিন্দা জানায়। বিবৃতিতে বাম জোট ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলা, মন্ত্রিসভায় যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত এবং মার্কিন সমরাস্ত্র প্রদান ও নৌবহর পাঠানোর ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী এই বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতারা বলেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, তা নজিরবিহীন। নিরীহ জনগণের ওপর নগ্নভাবে অব্যাহত হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন নয়া যুদ্ধ ফ্রন্ট হিসেবে আবির্ভূত হচ্ছে।

অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাম জোট। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

ইসরায়েলের হামলা এবং তাতে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে ১১ অক্টোবর রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট।

একে/

ইসরায়েল-ফিলিস্তিন বাম গণতান্ত্রিক জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250