ফাইল ছবি
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা না জানানোয় বাংলাদেশ সরকারের ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে, মুক্তিযুদ্ধের সময় ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছিল। কিন্তু বাংলাদেশ সরকার এই ঘটনায় নিন্দা না জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় মনোভাবের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশের ঘোষিত নীতির পরিপন্থী।
সোমবার (৯অক্টোবর) এক বিবৃতিতে বাম জোট এই নিন্দা জানায়। বিবৃতিতে বাম জোট ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলা, মন্ত্রিসভায় যুদ্ধ ঘোষণার সিদ্ধান্ত এবং মার্কিন সমরাস্ত্র প্রদান ও নৌবহর পাঠানোর ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
বাম জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ, সমাজতান্ত্রিক দলের (বাসদ, মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী এই বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতারা বলেন, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, তা নজিরবিহীন। নিরীহ জনগণের ওপর নগ্নভাবে অব্যাহত হামলা চালিয়ে ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন নয়া যুদ্ধ ফ্রন্ট হিসেবে আবির্ভূত হচ্ছে।
অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত মানুষের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাম জোট। তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
ইসরায়েলের হামলা এবং তাতে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে ১১ অক্টোবর রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাম জোট।
একে/
খবরটি শেয়ার করুন