ছবি: সংগৃহীত
আসন্ন ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২৭ জুন থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ৩০ জুন পর্যন্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
ঈদের ছুটি বাড়ানো নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, সরকারি নির্বাহী আদেশে ঈদুল আজহা যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে অনেকেই একসঙ্গে রওয়ানা করেন। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যাতে সবাই সুন্দরভাবে বাড়ি যেতে পারে। সেজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
আরো পড়ুন: ঈদের ছুটি বাড়ল একদিন
ঈদে সাধারণ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করেছিল। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল। ২৭ জুন এ ছুটি বাড়ানোর কথা বলেছিল তারা।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার সরকারি ছুটি। ১ জুলাই সাপ্তাহিক ছুটি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। ফলে সাধারণ ছুটি পড়বে চারদিন। আর একদিন বাড়ানো হলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচদিন হবে।
এসি/আইকেজে