সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বলিউড

এবার লিপিস্টিকের রঙ নিয়ে কটাক্ষের শিকার হলেন সুহানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

সুহানা খান - ছবি: সংগৃহীত

প্রায়ই শিরোনামে উঠে আসেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তবে লিপিস্টিকের বিজ্ঞাপন করতে গিয়ে তুমুল ভাবে কটাক্ষের শিকার হলেন সুহানা।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞাপনটিতে ঠোঁটে লাল রঙ, গায়ের রঙ যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’

কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন, ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত ওকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?’

কেউ আবার লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনও দরকার ছিল কি?’

আরো পড়ুন: সিনেমার বিয়ের সঙ্গে বাস্তবের বিয়ের মিল খুঁজে পেয়েছেন আলিয়া

কারো সোজাসাপটা প্রশ্ন, ‘ওর গায়ের রঙ ফর্সা করার কী দরকার?’ সমালোচনার মুখে বাদশা-কন্যা। এখানেই শেষ নয়। লোকে আবার সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডেকে।

এম/


বলিউড সুহানা খান লিপিস্টিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন