শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

বলিউড

করণ জোহর কেন আলিয়ার কাছে ক্ষমা চাইলেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

করণ জোহরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ তে জুটি বেঁধেছেন রণবীর সিং ও আলিয়া ভাট। ইতিমধ্যেইা এই সিনেমার গান ‘তুম কেয়া মিলে’ গানটি জয় করে নিয়েছে দর্শক হৃদয়। গানটিতে কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরতে হয়েছিল অভিনেত্রীকে। সম্প্রতি শুটিং থেকে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভ্লগ প্রকাশ করেছেন আলিয়া। সাত মিনিটের সে ভিডিওতে দেখা গিয়েছে পরিচালক করণ জোহরকে আলিয়ার কাছে ক্ষমা চাইতে দেখা গিয়েছে। 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী,কাশ্মীরের জিরো ডিগ্রি তাপমাত্রায় আলিয়াকে পাতলা ফিনফিনে শিফন শাড়ি পরানোর জন্য ক্ষমা চেয়েছেন করণ। আলিয়া এই ভিডিওর শিরোনামে লিখেছেন, ‘আমার প্রথম গান তুম কেয়া মিলের ভ্লগ। ভিডিওটির প্রথম অংশে আলিয়াকে বলতে শোনা যাচ্ছে, এটি তার মেয়ে রাহার জন্মের পর প্রথম গানের শ্যুট ছিল। এছাড়া ভিডিওতে আলিয়াকে মেক-আপ করাতে এবং কাশ্মীরের তুষারাবৃত অঞ্চলে কলাকুশলীদের সঙ্গে শুটিংয়ের প্রস্তুতি নিতে দেখা গিয়েছে।

ভিডিওর দ্বিতীয় অংশে, গানের শুটিং শেষ আলিয়া ও করণ জোহরকে তাদের গাড়ির ভিতরে দেখা গিয়েছে। এখানে করণ এবং আলিয়া গান থেকে তাদের পছন্দের শাড়ি বেছে নিয়েছেন। করণ বহু রঙের ‘কুলফি’ শাড়ি এবং সবুজ রঙের একটি শাড়ি বাছাই করেন, যেখানে আলিয়া বেছে নিয়েছেন সবুজ এবং কালো শাড়ি। আলিয়া আরও বলেন যে কীভাবে এই কালো শাড়িতে শট করার সময় রণবীরের পাফার জ্যাকেট বাধার সৃষ্টি করে। এখানে করণকে বলতে শোনা যায়, ‘নোট করুন রণবীর পরেছিলেন একটি পাফার জ্যাকেটে, আর আলিয়া একটি শিফন শাড়ি। আমি সত্যিই দুঃখিত। এটি অন্যায় হয়েছে। কিন্তু এখানে আলিয়ার একটি পাফার জ্যাকেটে রোমান্স আছে, আরও অনেক কিছু আছে।’

আরো পড়ুন: শাহরুখের ‘জওয়ান’- এ মুগ্ধ সালমান

এর আগেও একটি ইনস্টাগ্রাম পোস্টে, করণও আলিয়ার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। তিনি লেখেন, ‘আলিয়া তার দেবদূতের জন্মের পর এটিই তার প্রথম শ্যুট ছিল আর আমি ওকে মণীশ মালহোত্রার শিফন পরিয়ে কাঁপতে বাধ্য করেছি। তাই ক্ষমাপ্রার্থী … , আমি শুটিংয়ের মাধ্যমে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম (সম্ভবত এটা আমার কাজের শাস্তি) রণবীর নার্ভাস ছিলেন যেহেতু এটা ছিল ওঁর প্রথম পাহাড়ে শ্যুট করা গান, যাতে উনি ঠোঁট নাড়িয়েছেন।’

প্রসঙ্গত, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র হাত ধরেই দীর্ঘ ৬ বছর পর ফের পরিচালনায় ফিরছেন করণ। ইতিমধ্যেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

এম/


করণ জোহর আলিয়া ক্ষমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250