ফাইল ছবি
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কানাডা ও ভারতের মধ্যকার সাম্প্রতিক বিরোধ নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত সপ্তাহে ওয়াশিংটন সফর করেন জয়শঙ্কর। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন তিনি।
গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এস জয়শঙ্কর বলেন, এসব বৈঠকে তিনি কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সমর্থকদের সম্পর্কে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন।
সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে নেমেছে ভারত। কানাডার অভিযোগ, তাদের নাগরিক ও শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, ভিসা দেওয়া বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে কানাডার এই অভিযোগ ‘ভ্রান্ত’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে ভারত।
থিঙ্কট্যাংক হাডসন ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল জয়শঙ্কর বলেন, ‘তাঁরা (ব্লিঙ্কেন ও সুলিভান) পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। নিজেদের মতামত জানিয়েছেন। আমিও তাঁদের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। ভারতের উদ্বেগের কথা তাঁদের কাছে পৌঁছে দিয়েছি।’
অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘তিনি (ট্রুডো) যে অভিযোগ তুলেছেন, সেটা আমাদের নীতির সঙ্গে যায় না।’
এর আগে নিউইয়র্কে ‘ডিসকাশন অ্যাট কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর আলোচনা সভায় জয়শঙ্কর কানাডার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি বলেছিলেন, ‘কয়েক বছর ধরে কানাডায় সংঘটিত অপরাধ রমরমা দেখা যাচ্ছে। এসব অপরাধ বিচ্ছিন্নতাবাদী শক্তি, সহিংসতা ও উগ্রপন্থার সঙ্গে সম্পর্কযুক্ত। একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছে।’
একে/