সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

কানাডা ও ভারতের মধ্যকার বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়েছে: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কানাডা ও ভারতের মধ্যকার সাম্প্রতিক বিরোধ নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত সপ্তাহে ওয়াশিংটন সফর করেন জয়শঙ্কর। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন তিনি।

গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এস জয়শঙ্কর বলেন, এসব বৈঠকে তিনি কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সমর্থকদের সম্পর্কে ভারতের উদ্বেগের কথা জানিয়েছেন।

সম্প্রতি কানাডার সঙ্গে কূটনৈতিক লড়াইয়ে নেমেছে ভারত। কানাডার অভিযোগ, তাদের নাগরিক ও শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা রয়েছে। এ নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার, ভিসা দেওয়া বন্ধ রাখাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে কানাডার এই অভিযোগ ‘ভ্রান্ত’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছে ভারত।

থিঙ্কট্যাংক হাডসন ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল জয়শঙ্কর বলেন, ‘তাঁরা (ব্লিঙ্কেন ও সুলিভান) পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। নিজেদের মতামত জানিয়েছেন। আমিও তাঁদের পরিস্থিতি সম্পর্কে অবগত করেছি। ভারতের উদ্বেগের কথা তাঁদের কাছে পৌঁছে দিয়েছি।’

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘তিনি (ট্রুডো) যে অভিযোগ তুলেছেন, সেটা আমাদের নীতির সঙ্গে যায় না।’

এর আগে নিউইয়র্কে ‘ডিসকাশন অ্যাট কাউন্সিল অন ফরেন রিলেশনস’-এর আলোচনা সভায় জয়শঙ্কর কানাডার বিরুদ্ধে তোপ দেগেছিলেন। তিনি বলেছিলেন, ‘কয়েক বছর ধরে কানাডায় সংঘটিত অপরাধ রমরমা দেখা যাচ্ছে। এসব অপরাধ বিচ্ছিন্নতাবাদী শক্তি, সহিংসতা ও উগ্রপন্থার সঙ্গে সম্পর্কযুক্ত। একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে রয়েছে।’


একে/


যুক্তরাষ্ট্র এস জয়শঙ্কর কানাডা-ভারত বিরোধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন