সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কার্দাশিয়ান পোশাক সংস্থার নতুন অন্তর্বাস পণ্য নিয়ে হইচই

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

অন্তর্বাস নিয়ে অনেকেরই ফ্যান্টাসি থাকে। রিয়েলিটি শো তারকা তথা ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের পোশাক সংস্থার অন্তর্বাস বিশ্বের নারীদের কাছে বেশ জনপ্রিয় এবং আরামদায়ক।

কার্দাশিয়ানের পোশাক সংস্থা ‘স্কিমস’-এর একটি নতুন লাইনের অন্তর্বাস পণ্য বাজারে এসেছে। নাম ‘আলটিমেট নিপল ব্রা’।

কী বিশেষত্ব রয়েছে নতুন লাইনের অন্তর্বাসে

স্কিমস’-এর ‘পুশ-আপ’ ডিজাইনের অন্তর্বাসগুলি অত্যন্ত জনপ্রিয়। নতুন লাইনের অন্তর্বাসটিতে রয়েছে নকল স্তনবৃন্ত। এই ব্রায়ের উপর পোশাক পরলে, পোশাকের উপর দিয়ে ওই নকল স্তনবৃন্ত পরিষ্কার দেখা যায়। 

জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে নতুন কিছু করতে চেয়েছিলেন কার্দাশিয়ান। সেই ভাবনা থেকেই মার্কেটে এই নতুন ডিজাইনের ব্রা নিয়ে আসেন বলে দাবি। ৩১ অক্টোবর থেকেই বাজারে পাওয়া যাচ্ছে কার্দাশিয়ানের সংস্থার তৈরি আলটিমেট নিপল ব্রা। 

কার্দাশিয়ানের ব্র্যান্ডিং

‘স্কিমস’ এর নতুন পণ্য অর্থাৎ অন্তর্বাসটির একটি বিজ্ঞাপনী ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছেন কার্দাশিয়ান। বিজ্ঞাপনে তাঁকে কম্পিউটারে কাজ করতে দেখা গিয়েছে। ভিডিওতে রিয়েলিটি শো তারকা তথা ব্যবসায়ী বলছেন, ‘পৃথিবীর তাপমাত্রা ক্রমে বাড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বরফের চাদর ক্রমে সঙ্কুচিত হচ্ছে।

আমি কোনও বিজ্ঞানী নই। কিন্তু, আমার মতে প্রত্যেকে তাদের নিজ নিজ দক্ষতায় জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে পারে। এই কারণেই আমি একটি বিল্ট-ইন স্তনবৃন্ত-সহ একেবারে নতুন একটি ব্রা আনতে চলেছি। যত গরমই পড়ুক না কেন, এই ব্রা পরলে আপনাকে সর্বদাই কুল দেখাবে’।

আরো পড়ুন: পর্নের সঙ্গে তিনি এখনো জড়িয়ে, বললেন শিল্পার স্বামী

আলটিমেট নিপল ব্রাগুলির দাম বিদেশী মুদ্রায় ৬২ ডলারের মতো। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় দাম ৫,২০০ টাকা! কিম কার্দাশিয়ান জানিয়েছেন, এই স্তনবৃন্ত দেখানো ব্রা বিক্রি করে যা আয় হবে, তার ১০ শতাংশ এককালীন অনুদানে দেওয়া হবে। 

একটি পরিবেশ রক্ষাকারী সংস্থাকে এই অনুদান দেওয়া হবে। উল্লেখ্য, কিমের এই সংস্থাটি বিশ্বব্যাপী মানুষ এবং পৃথিবীর সুরক্ষার জন্য নানা ভালো কাজ করে থাকে।

নেটিজেনদের প্রতিক্রিয়া

এই নতুন লাইনের অন্তর্বাসটি নিয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। কেউ কেউ এই ব্রা-কে মজা করে উড়িয়ে দিয়েছেন। কারও মন্তব্য, এই ব্রা পরার কথা তাঁরা ভাবতেও পারেন না। কারণ হিসেবে বলেছেন, স্তনবৃন্তকে গোপন করার জন্যই তাঁরা ব্রা পরেন, দেখানোর জন্য নয়। 

কেউ কেউ বলেছেন, পোশাকের উপর দিয়ে তাঁর স্তনবৃন্ত দেখা যাচ্ছে কিনা, সেই বিষয়ে তাঁরা সবসময়ই সচেতন থাকেন। তাই, এই ধরনের ‘সাহসী’ ব্রা তাঁদের জন্য নয়। অনেকেই আবার স্বাগত জানিয়েছেন এই ব্রা-কে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/  আই.কে.জে


কার্দাশিয়ান পোশাক সংস্থা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন