শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম

গাজায় বন্দি সেনাদের জীবন নিয়ে জুয়া খেলছে ইসরায়েল: হামাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্যালেস্টাইনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বন্দি সৈন্যদের জীবন নিয়ে জুয়া খেলছে ইসরায়েল বলে অভিযোগ করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

এমনকি বন্দি সেনাদের মুক্ত করার চেয়ে হত্যা করাকেই ইসরায়েল বেছে নিচ্ছে বলেও অভিযোগ করেছে গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে তিন বন্দিকে গুলি করে হত্যা করার পর হামাসের এই বক্তব্য সামনে এলো। রোববার (১৭ই ডিসেম্বর) গণমাধ্যসূত্রে একথা জানা গেছে। 

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড শনিবার (১৬ই ডিসেম্বর) বলেছে, ইসরায়েল তার বন্দি সৈন্যদের জীবন নিয়ে জুয়া খেলছে। যাদের মধ্যে তিনজনকে শুক্রবার ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে ইসরায়েল।

এই হত্যাকাণ্ডকে সমস্যার বোঝা থেকে পরিত্রাণ পেতে ইসরায়েলি সেনাবাহিনীর মরিয়া প্রচেষ্টার অংশ বলেও মন্তব্য করেছে হামাসের সশস্ত্র শাখা।

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক বিবৃতিতে বলেছেন, ‘পরিবারের অনুভূতিকে উপেক্ষা করে প্রতিরোধ বাহিনীর (হামাসের) হাতে আটক সৈন্যদের জীবন নিয়ে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে শত্রুবাহিনী।’

তিনি বলেন, ইসরায়েল গতকাল তার তিন বন্দি সেনাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, তাদের মুক্ত না করে হত্যা করার পথ বেছে নিয়েছে। এটি সেই একই নির্লজ্জ অপরাধমূলক আচরণ যা ইসরায়েলি বাহিনী অনুশীলন করেছে এবং গাজায় তার বন্দিদের বিরুদ্ধেও সেটি চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন: হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে ইসরায়েলের আলোচনা শুরু

আবু উবাইদা এটিকে ‘সমস্যার বোঝা এবং এর প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা’ বলে জানান।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গত শুক্রবার জানায়, তাদের বাহিনী ‘দুর্ঘটনাক্রমে’ গাজা শহরের পূর্বাঞ্চলীয় শুজাইয়া এলাকায় যুদ্ধের সময় হামাসের হাতে আটক তিনজনকে হত্যা করেছে।

উল্লেখ্য, টানা দেড় মাসের সংঘাতের পর গত ২৪ নভেম্বর হামাসের সঙ্গে ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতি হয়। সাতদিন স্থায়ী সেই যুদ্ধবিরতির সময় ১১০ বন্দিকে মুক্তি দিয়েছিল হামাস।

অবশ্য করুণভাবে তিন বন্দির মৃত্যু ও অন্য বন্দিদের পরিবারের চাপের মুখে হামাসের সঙ্গে নতুন চুক্তি করতে আবারও আলোচনা শুরু করেছে দখলদার ইসরায়েল।

সূত্র : আনাদোলু

এইচআ/  আই.কে.জে

ইসরায়েল-হামাস যুদ্ধ বন্দি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250