সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পাকিস্তান দেখাল কীভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয় *** দেশে লাগাতার অগ্নিকাণ্ডে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে সরকারের কোর কমিটি *** নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত *** প্রথম আলোর আলোচনায় জুলাই সনদ *** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’

চাঁদের দক্ষিণ মেরুতে দিল্লি-মস্কো লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের পর এবার চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধানে নামলো রাশিয়া। চাঁদের এই অঞ্চলে আগে কখনও মহাকাশযান পাঠাতে পারেনি কেউ। তবে কিছুদিন আগেই এই দক্ষিণ মেরুতে অনুসন্ধানের জন্য মহাকাশযান পাঠিয়েছে ভারত। এতে করে দিল্লি-মস্কো ইতিহাস গড়ার এক অনন্য লড়াইয়ে জড়িয়ে পড়লো।  

চাঁদের দক্ষিণ মেরুতে অনুসন্ধানের জন্য রাশিয়া বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ২টা ১০ মিনিটে আমুর অঞ্চলে অবস্থিত ভোস্টোচনি কসমোড্রোম থেকে লুনা-২৫ মহাকাশযানটি উৎক্ষেপণ করে। রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের সম্প্রচারিত লাইভ ভিডিওতে মহকাশযানটির উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। 

পাঁচ দিনের মধ্যে এটির চাঁদের কক্ষপথে পৌঁছানোর কথা। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের আগে সঠিক স্থানটি বেছে নিতে সময় নেবে ৩-৭ দিন।

রোসকসমসের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেকজান্ডার ব্লোখিন এ ব্যাপারে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে যাচ্ছি আমরা। এখন পর্যন্ত সবাই নিরক্ষীয় অঞ্চলে অবতরণ করেছে।’  

এদিকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) বলছে, তাদের মহাকাশযান সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৩ ও ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুকে স্পর্শ করবে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’।  

অপরদিকে রোসকসমসের একটি সূত্র জানিয়েছে, ২১ আগস্টের দিকে লুনা-২৫ চাঁদে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এম.এস.এইচ/

দিল্লি মস্কো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250