শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

চাষিদের ন্যায্যমূল্য না দিলে চা কারখানা বন্ধ করে দেয়া হবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। ফাইল ছবি

কোনো চা কারখানা চাষিদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করলে সেই কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। 

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন উপলক্ষ্যে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। এসময় রেলমন্ত্রী পঞ্চগড়ের সমতলে উৎপাদিত চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করতে কারখানা মালিকদের প্রতি আহ্বান জানান।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, “১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চা চাষাবাদ শুরু হয়। চা উৎপাদনে সিলেট এবং চট্টগ্রামের পর আমাদের পঞ্চগড় তৃতীয়। কিন্তু চা-চাষিরা আজ পর্যন্ত তাদের উৎপাদিত চায়ের ন্যায্যমূল্য পাননি। দীর্ঘদিন ধরে ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাষিরা আন্দোলন করছেন।”

মন্ত্রী আরো বলেন, “আমরা জনপ্রতিনিধি আমরা জনগণের লাভ দেখতে চাই। আজকে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্রের উদ্বোধন করা হলো। কিন্তু এই চা নিলাম কেন্দ্র যদি চাষিদের উপকারে না আসে, চাষিরা যদি লাভবান না হন, তাহলে এটি মূল্যহীন। শুধু ভালো দাম না পাওয়ায় চাষিরা চা চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।” 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য মো. মজহারুল হক প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক মুহাম্মদ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।

এম.এস.এইচ/ আই.কে.জে/

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250