সোমবার, ২৬শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

চীনকে মোকাবেলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ হতে পারে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২৭শে মে ২০২৩

#

ওয়াশিংটন পোস্টের লেখক, ম্যাক্স বুটের মতে, চীনের বিরুদ্ধে ভারত কখনোই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলো না। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মিত্রদেশ হিসেবে পরিচিতি পেতে পারে ভারত।

গত মাসে বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে ভারতের উত্থানের পর বুটের বক্তব্য হলো ভারতকে সর্বোচ্চ সমর্থন প্রদান করা যেতে পারে।


রক্ষণশীল লেখক বুট বলেন, চীনকে পেছনে ফেলে ভারত জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথম হয়েছে যা একসময় অবিশ্বাস্য ছিল। 

জাতীয় নিরাপত্তার বিষয়ে ওয়াশিংটন পোস্টের লেখকদের বেশিরভাগই চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে সহমত পোষণ করেন।


ডেভিড ইগনাশিয়াস, মার্ক থিসেন এবং জোশ রোজিনের মতো লেখকেরা চীনকে মোকাবেলার ক্ষেত্রে বৃহত্তর প্রতিরক্ষা ব্যয় এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চল ব্যবহারের পক্ষে। তারা কূটনৈতিকভাবে সমস্যা মোকাবেলার দিকে যেতে চায় না।


জনসংখ্যার দিক দিয়ে চীনকে পেছনে ফেলে ভারত এটা প্রমাণ করেছে যে চীনকে টক্কর দেওয়া প্রাকৃতিক ক্ষমতা ভারতের রয়েছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে বর্তমানে চীন আরো বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে। তবে ভারত এবার চীনকে মোকাবেলা করার জন্য ভালো প্রতিপক্ষ হতে পারে।


মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ান এবং অস্ট্রেলিয়াকে পূর্ণমাত্রায় সমর্থন করে। কিন্তু এদিক দিয়ে ভারতকে উপেক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে একদম সমীচীন হবে না। চীনের সীমান্তবর্তী ১৪ টি দেশের মধ্যে (সামুদ্রিক সীমানা অন্তর্ভুক্ত করা হলে ২১ টি দেশ) একমাত্র ভারতই সামরিকভাবে শক্তিশালী।

আই.কে.জে/

Important Urgent

খবরটি শেয়ার করুন