মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের জন্মদিন উদযাপনে কত খরচ করলেন পরীমণি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের প্রথম জন্মদিন বলে কথা। যদিও রাজ্যর বাবা শরিফুল রাজের অনুপস্থিতি কিছুটা ভুগিয়েছে কিন্তু কোনো কিছুরই কমতি রাখেননি এই নায়িকা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পদ্মফুলের থিমে সেজেছিল মঞ্চ। থিমের সঙ্গে মিলিয়ে পোশাক পরেন মা ও ছেলে। এক বছরের রাজ্যকে ভালোবাসা জানাতে এই আয়োজনে শোবিজ অঙ্গনের তারকাদের পাশাপাশি পরীমণির আত্মীয়স্বজনও হাজির হয়েছেন।

পুরো আয়োজনে কত খরচ করেছেন পরীমণি জানালেন সেকথাও। জন্মদিনের অনুষ্ঠানে প্রায় ১৫ লাখের (১৪ লাখ ৮০ হাজার) মতো খরচ করেছেন অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘অনেক কষ্ট করে এই টাকা জোগাড় করেছি। অনুষ্ঠানের জন্য রাজ্যর বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

তিনি আরও বলেন, ‘রাজ্যর প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যর জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে এই উদ্যোগের সঙ্গে রাজ্যর বাবাও যুক্ত ছিল, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

আর.এইচ/ আই.কে.জে.

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250