ছবি: সংগৃহীত
বিএনপির সমাবেশে জননিরাপত্তা বিঘ্নিত না হলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নানান কর্মসূচির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে।
আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ইউনিটে বিষয় পছন্দক্রম পূরণের সময় বাড়ল
বিএনপির সমাবেশে সাধারণ মানুষের কী উপকার হয়েছে, এমন প্রশ্নও তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এম/