ছবি : সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান। তিনি ১৫০০০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের সালমা ইসলাম পেয়েছেন ৩৪৯৩০ ভোট।
রোববার (৭ই জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন: বিপুল ভোটে ব্যারিস্টার সুমনের জয়
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ১৮৪টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফল পাওয়া গেছে। তাতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান ১ লাখ ১৫ হাজার ৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এইচআ/ ওআ