রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তুমি হয়তো তেমনই আছো, ভুলিনি এতটুকুও! তুমি ছাড়া আমি বড়ই শূন্য..

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

“চোখের আড়াল মনের আড়াল নয়”

শুনতে পাচ্ছো!

কী লিখে যে সম্বোধন করি বলো! চলছে যে জীবনে বড় অবেলা! তবে কিছু কথা যখন তোমায় জানাতে পেলাম সুযোগ, অবশ্য জানিনে এই খোলা চিঠি তুমি পড়বে কিনা, তোমার চোখে পড়বে কিনা! তবুও লিখছি অনেক আশা লয়ে। 

জানো হয়তো, আমি হতাশা পছন্দ করতাম না। তুমি কি তা মানো বা জানো কিনা সে বিষয়ে কী বলি, বলো! তবুও বিশ্বাস করি আজও তুমি হয়তো ঠিক তেমনই আছো। আমার চিন্তা ভাবনায়, তুমি ঠিক যেমন। 

আচ্ছা! মনে আছে কি আমায়? যতদূর মনে হয় তুমি আমায় কখনও ভুলে যেতে পারো না। আমিও তোমায় ভুলিনি এতটুকুও।

এখনও বৃষ্টি নামলে মন চায় তোমার সাথে ভিজতে! যদি কাশবনে মৃদু বাতাস বয়, ইচ্ছে করে সে পারিপার্শ্বিকতায় তোমার পাশাপাশি বসতে। নদীর পাড়ে তোমার হাত ধরে হাঁটতে, ইচ্ছে করে তোমার প্রিয় পূর্ণিমার রাতে চাঁদ ও জোৎস্নার মিষ্টি স্নিগ্ধ আলোর মায়ায় তোমার মুখটি মন ভরে দেখতে!

হয়তো এই আমিই সেই আমি, আর সেই তুমিই এই আজকের তুমি। শুধু বদলে গিয়েছে তোমায় এই কথাগুলো জানানোর অধিকার। আজও ভালোবাসি তোমায়। কথা রাখবো আমি এমন করে মনের গহিনে। কেমনে ভুলি তোমায় বলো, তুমি ছাড়া আমার আমি বড্ড একলা। একা শূন্য যে....

--- ইতি

...........

আরও পড়ুন : তুমি কি হিমুর রূপা হবে? জোছনার আলোয় তোমায় গল্প শোনাবো

এস/ আই. কে. জে/ 

চোখের আরাল মনের আরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন