শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

নাইট ক্লাবে বিবাদে জড়ালেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

সন্তানসম্ভাবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে। তিনি নাকি প্রেমিকার বিশ্বাস ভেঙে অন্য নারীর সঙ্গে সময় কাটিয়েছেন। ওই বিতর্ক চাপা পড়তে না পড়তেই নতুন বিতর্কে পিএসজি তারকা। 

তিনি ব্রাজিলের একটি নাইট ক্লাবে বিবাদে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে, গত সপ্তাহে রিও ডি জেনিরোয় এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। 

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেখানে তার সঙ্গে প্রেমিকা ব্রুনাও ছিলেন। কিন্তু প্রেমিকার সঙ্গে সময় কাটানোর মুহূর্ত বিষাদে পরিণত হয়। ঝগড়ার এক পর্যায়ে নেইমার ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং তার প্রতি চিৎকার করে ওঠেন বলেও জানানো হয়েছে। 

পরে নাইট ক্লাবটির নিরাপত্তা পরিদর্শক দু’জনকে ঠান্ডা করতে সক্ষম হন। তবে নেইমার কেন নিজ দেশে গিয়ে এভাবে বিবাদ, ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন তার কারণ জানাতে পারেনি সংবাদ মাধ্যম।

আরো পড়ুন: নেইমারকে ৩৫ কোটি টাকা জরিমানা

কাতার বিশ্বকাপের পর ক্লাবে যোগ দিয়ে ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। লম্বা ওই ইনজুরি থেকে সেরে ওঠার কাজ শুরু করেছেন তিনি। আগামী মৌসুমে পিএসজির এই ব্রাজিলিয়ান নাম্বার টেন কোথায় খেলবেন তা নিয়ে আছে অনিশ্চয়তা। একদিকে তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অন্যদিকে লুইস এনরিকে কোচ হয়ে আসায় তিনি প্যারিসে থেকে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

এম এইচ ডি/

নেইমার জুনিয়র বিতর্ক নাইট ক্লাব বিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250