শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

নিজের বিয়েতে ১০ টাকা খরচ, মেয়ে ইরার জন্য রাজকীয় আয়োজন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

উদয়পুরে আজ ৮ জানুয়ারি শুরু হচ্ছে ইরা খানের বিয়ের অনুষ্ঠান। তার প্রাক্কালেই মেয়ের বিয়ের আয়োজন খতিয়ে দেখতে রাজস্থানে আমির খান। দিন তিনেক আগেই শুক্রবার সপরিবারে উড়ে গেলেন উদয়পুরে।

বুধবার বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড হোটেলে ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে আইনি মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইরা খান, নুপূর শিখারে। দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত, কিরণ রাওকে নিয়ে দায়িত্ব সামলেছেন আমির খান। এবার উদয়পুরে পৌঁছলেন মেয়ের রাজকীয় বিয়ের আয়োজনের দেখভাল করতে। তাজ আরাভলি রিসর্টে বসছে বিয়ের আসর। ৮ থেকে ১০ তারিখ অবধি উদয়পুরের এই বিলাসবহুল রিসর্টে তিন দিন অনুষ্ঠানের এলাহি আয়োজন করেছেন বাবা আমির।

রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। মেয়ের বিয়েতে কোনো খামতি রাখছেন না মিস্টার পারফেকশনিস্ট! অথচ নিজে কিনা মাত্র ১০ টাকা খরচ করে বিয়ে সেরেছিলেন।

আমিরের প্রথম বিয়ের কথা। মুম্বাইয়ের ২১১ নম্বর বাসে ৫০ পয়সার টিকিট কেটে রিনা দত্তর সঙ্গে পালিয়ে আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। কী ঘটেছিল সেদিন? বান্দ্রা ওয়েস্ট স্টেশনে নেমেই ব্রিজ পার করেন অভিনেতা। তারপর সোজা হাইওয়ে পর্যন্ত হেঁটে চলে যান।

সেখানে গৃহনির্মাণ ভবনের ম্যারেজ রেজিস্টার অফিসে যান। তারপর যৎসামান্য খরচায় পরিণতি পায় রিনা-আমিরের প্রেম। যদিও একসঙ্গে ১৬ বছর থাকার পর তাতে রাশ টানেন তারা! তবে তাদের প্রথম সন্তান, মেয়ে ইরা খানের বিয়েতে কিন্তু এলাহি আয়োজন করেছেন বলিউড সুপারস্টার।

বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। সূত্রের খবর, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে পুরো উদয়পুরের ভিউ পাওয়া যায়। 

আরো পড়ুনশাবনূরের সিনেমা নির্মাতাকে হুমকি দিল কে?

রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান এরইমধ্যে বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল ‘শ্বশুর’ আমির খানকে।

এসি/ আই. কে. জে/ 

আমির ইরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন