ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সন্ধ্যা ৭টায় এই ভাষণ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন ও স্যোশাল মিডিয়ায় এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
গত ২০ই ডিসেম্বর সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং এরপর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রধান।
এরপর ৩০শে ডিসেম্বর শেখ হাসিনা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভায় ভাষণ দেন, যেটি তার নির্বাচনি এলাকাও। পরে ঢাকায় ফেরার পথে মাদারীপুরের কালকিনিতে আরেকটি জনসভায় ভাষণ দেন। আগের দিন তিনি বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি সভায় ভাষণ দেন।
২৬শে ডিসেম্বর রংপুর সফর করেন এবং তারাগঞ্জ, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় নির্বাচনি জনসভায় ভাষণ দেন। সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে (১ জানুয়ারি) তিনি রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেন। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জে জনসভার মধ্য দিয়ে দলীয় প্রধানের নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে।
এছাড়া আওয়ামী লীগের তেজগাঁও কার্যালয় থেকে তিনি বেশ কয়েক দফায় বিভিন্ন জেলার নির্বাচনি সভায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন।