ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্সের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল ও একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছেন।
ইসি সূত্র জানায়, রোববার (১২ নভেম্বর) পর্যন্ত সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কমিশনের আহ্বানে সাড়া দিয়ে তারা আবেদন করেছেন।
এদিকে সাংবিধানিক বিধান অনুযায়ী নির্বাচন আয়োজনে চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।
শুক্রবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এ তথ্য জানান।
এসকে/
নির্বাচন কমিশন নির্বাচন পর্যবেক্ষক আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স অস্ট্রেলিয়ান
খবরটি শেয়ার করুন