বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া *** একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন উপদেষ্টা *** তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বুধবার যা ঘটল *** ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী অনুষ্ঠান বন্ধের চেষ্টা, পুলিশের হস্তক্ষেপ *** দুদকের মামলার আসামি হওয়ার একদিন পর ট্রাইব্যুনালের ‘বিচারক’ *** ভারতের পররাষ্ট্রসচিবের বক্তব্য ‘অযৌক্তিক’: তৌহিদ হোসেন *** ১৫–১৮ই নভেম্বরের মধ্যে গণভোট সম্ভব, হিসাব দিলেন জামায়াত নেতা তাহের *** ‘সেফ এক্সিটের তালিকার শীর্ষে কোন উপদেষ্টারা’ *** শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রেস সচিব শফিকুল আলমের *** উপদেষ্টাদের মধ্যে কারা সেফ এক্সিট নিতে চায়, সেটি নাহিদ ইসলামকেই পরিষ্কার করতে হবে: রিজওয়ানা হাসান

‘পদাতিক’ দেখে চঞ্চল চৌধুরীকে নিয়ে যা বললেন এই নায়িকা!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৬ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

ইংল্যান্ডের বার্মিংহামে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘পদাতিক’ দেখেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ; সেই অভিজ্ঞতা ফেসবুকে জানিয়ে প্রকাশ করেছেন মুগ্ধতা।

চঞ্চল চৌধুরী শুধু দেশেই নয়, পশ্চিমবঙ্গেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন। একের পর এক হিট সিনেমা দিয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি তার ঝুলিতে তুলছেন নানা পুরস্কারও। এবার তার অভিনয়ে মুগ্ধ হলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা মানেই দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা। (২ নভেম্বর) লন্ডনের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার প্রদর্শিত হলো তার নির্মিত সিনেমা ‘পদাতিক’র প্রথম প্রদর্শন। সিনেমাটি ভারতের খ্যাতিমান পরিচালক মৃণাল সেনের জীবন নিয়ে নির্মিত হয়েছে।

সেখানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সৃজিত ও চঞ্চল। তাদের সঙ্গে কাকতালীয়ভাবে ওই উৎসবে উপস্থিত ছিলেন ঢাকাই অভিনেত্রী ফারিণও। সুযোগটি মিস না করে একসঙ্গেই সিনেমাটি দেখেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: ভরা মঞ্চে অরিজিতের পা ছুঁয়ে প্রণাম রণবীরের!

চঞ্চল চৌধুরীর সঙ্গে সেলফি তুলে ফারিণ বলেন, চঞ্চল ভাইকে এভাবে আগে কখনও পর্দায় দেখা যায়নি। রীতিমতো মৃণাল সেনের চরিত্রে চঞ্চলের প্রশংসায় পঞ্চমুখ তিনি।

অভিনেত্রী আরও বলেন, এটা চঞ্চল ভাইয়ের আরেকটি গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স। এমন তীক্ষ্ণ অভিনয় সচরাচর মেলে না। পুরো টিমকে সাধুবাদ। সিনেমাটি নতুন বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অথচ আমার আর তর সইছে না।

প্রসঙ্গত, মৃণাল সেন নির্মিত ‘পদাতিক’ মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। সেই একই নামে তার বায়োপিক নির্মাণ করছেন সৃজিত। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল। সিনেমায় মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় রয়েছেন কলকাতার মনামী ঘোষ।

এসি/ আই. কে. জে/ 



চঞ্চল চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250