মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের নির্বাচনে বিলম্ব না করতে সিনেটরের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৮ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নির্বাচন কমিশনকে যথাসময়ে নির্বাচন করতে সতর্ক করেছেন দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সদস্য রাজা রব্বানি।

মঙ্গলবার (১৫ আগস্ট) পাকিস্তানি গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। 

রাজা রব্বানি বলেন, “সংবিধানে বেঁধে দেওয়া সময়ের বাইরে গিয়ে নির্বাচন আয়োজনে দেরি করলে, পাকিস্তানের ওপর মারাত্মক প্রভাব পড়বে।”

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এই নেতা আরও বলেন, “সংবিধান মেনে দ্রুত কাজ না করার জন্য ওই প্রভাবের দায় নির্বাচন কমিশনের ঘাড়ে পড়বে।”

পাকিস্তানে নির্বাচনের আয়োজনের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে রাজা রব্বানি বলেন, “নির্বাচনী আসনগুলোর নতুন করে সীমানা নির্ধারণে কত সময় লাগবে, তা কমিশনকে দ্রুত ও স্পষ্টভাবে জানাতে হবে।”

এদিকে স্বচ্ছ প্রক্রিয়ায় আসনের সীমানা নির্ধারণ করতে কমিশনকে বলেছেন প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।

মঙ্গলবার নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ নিয়ে একটি পর্যবেক্ষণ দিয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের বেঞ্চ। দেশটির সিন্ধু প্রদেশের শিখরপুর জেলায় কয়েকটি আসনের সীমানা নির্ধারণ নিয়ে শুনানিতে তিনি বলেন, ‘বিষয়টি জনগণের স্বার্থের সঙ্গে জড়িত।’ 

শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশনের মহাপরিচালককে (আইন) প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, নির্বাচনের সময় ঠিক করা হয়েছে কি না। কোনো জবাব না পেয়ে তিনি হেসে বলেন, এর অর্থ দিনক্ষণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এম.এস.এইচ/

পাকিস্তানের নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন