রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ *** ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের হুমকির পর ভারতকে পারমাণবিক বোমার ভয় দেখালেন আসিম মুনির *** এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে: হাসনাত আবদুল্লাহ *** দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি, অপেক্ষায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

বলিউড

পাপারাজ্জির জুতা নিজে এগিয়ে দিলেন আলিয়া!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩

#

আলিয়া ভাট - ছবি: সংগৃহীত

বলিউড তারকাদের দেখলেই তাদের কাছে ভিড় জমান পাপারাজ্জিরা। অনেক সময় দেখা তাড়াহুড়া লেগে যায়। অনেক বলিউড তারকাদের পাপারাজ্জিদের সঙ্গে ঝামেলায় জড়াতেও দেখা যায়। এ ক্ষেত্রে আলিয়া ভাট কিছুটা আলাদা। তিনি পাপারাজ্জিদের সঙ্গে কখনই খারাপ ব্যবহার করেন না। তবে এবার আলিয়া যা করলেন, তা মুগ্ধ হওয়ার মতোই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায়, আলিয়ার ছবি তোলার সময় এক পাপারাজ্জির জুতা খুলে যায়। সেই জুতা নিজ হাতে নিয়ে ফিরিয়ে দিলেন আলিয়া।


ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা সোনি রাজদান, বোন শাহীন ভাটের সঙ্গে রাতের খাবার খেতে বেরিয়েছিলেন আলিয়া ভাট। সেখানেই ঘটে ঘটনা। ডিনার শেষে গাড়িতে ওঠার সময় তাদের ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। ছবি তোলার তাড়াহুড়ায় স্যান্ডেল রেখেই পেছনে সরেন সেই পাপারাজ্জি। খুলে যাওয়া স্যান্ডেল চোখ এড়াইনি আলিয়ার। তারপর সেই স্যান্ডেল নিজে হাতে তুলে সেই সাংবাদিকের হাতে তুলে দিলেন আলিয়া। সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ পেয়েছে নেট-দুনিয়ায়।

আরো পড়ুন:শুদ্ধ হিন্দি না জেনেও যেভাবে বলিউড কাঁপালেন সুনীল শেঠি

আলিয়ার এমন কাণ্ড দেখে তো হতবাক নেটিজেনরা। এই ভিডিওতে দেখা গেছে, আলিয়ার সঙ্গে ছিলেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট।

প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে আসছে আলিয়ার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। করণ জোহর পরিচালিত রোমান্টিক ছবিটিতে আলিয়ার বিপরীতে দেখা যাবে রণবীর সিংকে।

এম/


আলিয়া ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250