সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রংপুরবাসী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

প্রধানমন্ত্রীকে বরণে রংপুর সেজেছে নবরূপে - ছবি: সংগৃহীত

তিস্তা, ধরলা আর ব্রহ্মপুত্রের কোলঘেঁষে গড়ে ওঠা রংপুর যেন সেজেছে নবরূপে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়েছে বিভাগজুড়ে। সড়ক ও মহাসড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে রঙিন ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে পাড়া-মহল্লা থেকে অলিগলি। বর্ণিল আলোকসজ্জা ও রং-তুলির আঁচড়ে নতুন সাজে সেজেছে রংপুর।

সাড়ে চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত বিভাগীয় জনসমাবেশে তিনি বক্তব্য দেবেন। বদলে যাওয়া রংপুরের কারিগর বঙ্গবন্ধুকন্যাকে বরণ করতে প্রস্তুত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে রংপুর বিভাগ জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে পুরো মহানগরী।

সরেজমিনে দেখা যায়, প্রধানমন্ত্রীর আগমণকে কেন্দ্র করে নগরীরর অলিগলি পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে। প্রধান সড়কে শোভা পাচ্ছে বড় তোরণ বিলবোর্ড, ফেষ্টুনে প্রধানমন্ত্রীর ছবি। সিটি কর্পোরেশন নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে সপ্তাহ ধরে। জনসমাবেশের মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরেশোরে। সড়কের মোড়ে মোড়ে লাগানো হয়েছে মাইক।


ছবি: সংগৃহীত

রংপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্ততি নিয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভায় রংপুর বিভাগের ৫৮টি উপজেলার প্রতিটি থেকে এসব মানুষ আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভা সফল করতে ইতিমধ্যে আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিত সভা, জেলা মহানগরে দফায় দফায় মতবিনিময় করা হয়েছে। বিভাগের আট জেলার অঙ্গ-সহযোগী সংগঠনের বর্ধিত সভা, মতবিনিময় সভা চলছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে রংপুরে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ। প্রতিদিন সরকারদলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মহাসমাবেশ সফল করতে মিটিং মিছিল করছেন। বিভাগ জুড়ে চলছে মাইকিং ও সরকারের উন্নয়নের গান। বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোও সক্রিয় হয়ে উঠেছে। সিটি করর্পোরেশনের থানা কমিটির নেতারা চালিয়ে যাচ্ছেন পাড়া-মহল্লায় গণসংযোগ।

২০০৮ সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার রংপুরে অনেক উন্নয়ন করেছে। রংপুর বিভাগ, রংপুর সিটি করর্পোরেশন, রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা, রংপুর পল্লী উন্নয়ন একাডেমি, পীরগঞ্জে মেরিন একাডেমি স্থাপন, আদালতের বহুতল ভবন, সিভিল সার্জনের নতুন ভবন, পুলিশ সুপারের কার্যালয়, বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স, জেলা শিল্পকলা একাডেমি, বিভাগীয় সদর দফতর, রংপুর শিশু হাসপাতাল ও পুলিশ হাসপাতাল, আধুনিক পুলিশ লাইন্স নির্মাণ করেছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও সব অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য রংপুর এখন উত্তরাঞ্চলের রাজধানী। এছাড়া রংপুরে মেরিন একাডেমি, উপজেলাগুলোতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, তিস্তা সড়ক সেতু নির্মাণসহ নানা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। সেইসঙ্গে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ১৭ তলাবিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ, র্যাব-১৩ ব্যাটালিয়ন সদর দফতরসহ বিভিন্ন সরকারি অবকাঠামো। প্রতিশ্রুতি দিয়েছেন তিস্তাপাড়ের মানুষের ভাগ্যবদলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ইতিবাচক হিসেবেই দেখছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে রংপুরের উন্নয়ন করেছেন। আমাদের কাছে ২ আগস্ট ঈদ উৎসবের দিন। আমরা প্রধানমন্ত্রীর মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করে তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। প্রধানমন্ত্রীর ভাষণে খুলবে সম্ভাবনার অনেকদ্বার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আসবে বলে আলোচনা চলছে রংপুরে।

আরো পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী গণমাধ্যমকে বলেন, টানা তিনবার ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী রংপুরকে যেভাবে উন্নয়নের মোড়কে সাজিয়েছেন, তা বিগত কোনো সরকার করতে পারেনি। রংপুরে অভাবনীয় উন্নয়ন হয়েছে। এখন মঙ্গাপীড়িত রংপুর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে মঙ্গা দূর করেছেন। মানুষের ভাগ্যবদলের সঙ্গে সঙ্গে তিনি রংপুর অঞ্চলের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তন করেছেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ উজ্জীবিত। আন্তরিকতার সঙ্গে প্রধানন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত।

এম/


প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর বরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন