সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের *** চার দিন বন্ধ থাকার পর মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু *** আজই তাহলে সিরিজ বাংলাদেশের, খেলা দেখবেন কোথায় *** ১৬০০ বছর আগেও ছিল বৃদ্ধাশ্রম, সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকেরা *** আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে: সেনাপ্রধান *** বাংলাদেশে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না আমেরিকা: ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত *** হাইকোর্টের আদেশ স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই *** নয়া বিশ্ব ব্যবস্থার ভিশন উন্মোচন করলেন সি চিনপিং *** বাবা-মেয়ের আবেগঘন যে ভিডিও মুগ্ধ করেছে নেটিজেনদের *** দাপুটে জোকোভিচ ভাঙলেন ফেদেরারের আরেকটি রেকর্ড

বারবার প্রস্রাব হওয়ার ৫ কারণ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

সংগৃহীত

বারবার প্রস্রাব হওয়া স্বাভাবিক কোনো বিষয় নয়। কোনো সমস্যার কারণে এমনটা হতে পারে। এই গরমেও যদি আপনার বারবার প্রস্রাব হতে থাকে, তবে শরীরে পানির ঘাটতি তৈরি হতে সময় লাগবে না। এমন সমস্যা হতে থাকলে সচেতন হোন। আপনার শরীরে সৃষ্ট কোনো অসুখের সংকেতও হতে পারে এটি। কিছু কারণে বারবার প্রস্রাবের সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক তেমন ৫টি কারণ-

ইউরিনারি ট্র্যাক্টের সংক্রমণকে সংক্ষেপে ইউটিআই বলা হয়। এই সমস্যার কারণে বারবার প্রস্রাব হতে পারে। এর সঙ্গে প্রস্রাবে জ্বালা, প্রস্রাবে রক্ত, জ্বর ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসায় দেরি হলে কিডনিতে সংক্রমণ হতে পারে। তখন জটিলতা আরও বৃদ্ধি পায়। তাই সতর্ক হোন।

আরো পড়ুন: ধূমপানের আসক্তি দূর করার উপায়

ডায়াবেটিস হতে পারে

ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হলো বারবার প্রস্রাব হওয়া। এই লক্ষণ টাইপ ১ এবং টাইপ ২- দুই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রেই দেখা যেতে পারে। ডায়াবেটিস আক্রান্ত হলে শরীরের অতিরিক্ত গ্লুকোজ প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। একারণেই বারবার প্রস্রাব পায়। তাই এ ধরনের সমস্যা দেখা দিলে সুগার টেস্ট করাতে পারেন। এতে শরীরের অবস্থা নির্ণয় করা সহজ হবে।

​প্রস্টেট গ্ল্যান্ডে সমস্যা​​ হতে পারে

পুরুষদের তলপেটের নিচের দিকে থাকে প্রস্টেট গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডে কিছু তরল তৈরি হয় যা ইজাকুলেশনের সময় বেরিয়ে আসে। কোনো কারণে এটি বেড়ে গেলে বা সেখানে টিউমার হলে ইউরিনারি সিস্টেমের উপর চাপ পড়ে। তখন বারবার প্রস্রাব পেতে থাকে। তাই এ ধরনের সমস্যায় দ্রুত চিকিৎসকের কাছে যান। টেস্টের মাধ্যমে এই সমস্যা শনাক্ত করা সম্ভব।

অতিরিক্ত কফি খাওয়ার কারণে

অতিরিক্ত কফি খাওয়ার অভ্যাস কিছু ক্ষতির কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত কফি খেলে বারবার প্রস্রাবের সমস্যা হতে পারে। তাই দিনে দুই কাপ কফি পান করেই খুশি থাকুন। সেইসঙ্গে এড়িয়ে চলুন মদ্যপানও। কারণ গবেষণায় এটিও দেখা গেছে যে, মদ্যপানের কারণে বারবার প্রস্রাব হতে পারে।

ওষুধের কারণে

ডাইউরেটিক্স ধরনের ওষুধ শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করে দেয়। তাই এই ধরনের ওষুধ খেলে বারবার প্রস্রাব পেতে পারে। আপনিও যদি এক্ষেত্রে ভুক্তভোগী হন তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

এসি/ আই.কে.জে/


প্রস্রাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন