বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ (বিএসসিএসএস) ও উদ্দীপনের যৌথ উদ্যোগে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী এই চার জেলার ৮টি উপজেলায় ছিটমহল বিনিময়ের ৮ম বার্ষিকি উদযাপন করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২:০১ মিনিটে সীমান্তবর্তী চার জেলার ৮ উপজেলার ৫৮টি স্থানে মোমবাতি প্রজলনের মধ্য দিয়ে অষ্টম বার্ষিকি পালন করা হয়।
জেনে রাখা ভালো, ২০১৫ সালের ১ আগস্ট রাত ১২:০১ মিনিটে দুই দেশ ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় একে অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলগুলো পরস্পরের সাথে বিনিময় করে এবং ছিটমহল বাসিন্দাদের স্থানান্তর ৩০ নভেম্বর ২০১৫ সম্পন্ন হয়। আর এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে। যার মধ্য দিয়ে অমানবিক যন্ত্রণার হাত থেকে রক্ষা পায় হাজার হাজার ছিটমহলবাসী।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিহির কান্তি মজুমদার, এডভোকেট এস.এম. আব্রাহাম লিংকন, জগন্নাথ হলের সাবেক ভিপি অনুপম রায়, উদ্দীপনের সিইও বিদ্যুত কুমার বসুসহ অনেকে।
আই. কে. জে/