মঙ্গলবার, ২৭শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বসংগীত দিবস আজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৬ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

আজ ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস। বহু বছর ধরেই এই দিনে ঐতিহ্যবাহী মিউজিক ফেস্টিভ্যালের আয়োজন করছে ফ্রান্স। এভাবে, ১৯৮২ সালে এসে এ ফেস্টিভ্যাল ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ নেয়। ‘গান হতে হবে মুক্ত, সংশয়হীন’ এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। ১৯ বছরের পথপরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় ২১ জুন পালন করা হয় ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’।

আরো পড়ুন: পুরনো ডেরায় ক্যাটরিনা কাইফ!

১৯৮২ সালে ফরাসি মন্ত্রী ‘জ্যাক ল্যাং’ সর্বপ্রথম বিশ্ব সঙ্গীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সঙ্গীত দিবস পালন করে। এরপর থেকে দিনটি বিশ্ব সঙ্গীত দিবস হিসেবে পালন করা হয়।

এম/


গান মুক্ত

খবরটি শেয়ার করুন