আমার প্রিয় মা,
আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। তোমার চিঠির উত্তর দিতে দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার পরীক্ষা ছিলো। এজন্য ব্যস্ত ছিলাম।
এবারের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো ছিল। পরীক্ষাও খুব ভালো হয়েছে। তুমি জেনে খুশি হবে যে, আমি এবার দ্বিতীয় স্থান অর্জন করেছি। অনেক দিন হয়েছে তোমাকে দেখি না। তোমার কথা খুব মনে পড়ছে। কতো দিন হয়েছে, তোমার হাতে খাই না, কোলে শুয়ে ঘুমাই না। আর কত দিন তোমার মুখ থেকে খোকা ডাকটি শুনিনি। থাক আর কিছু বলবো না।
ভালো থেকো। আমার সালাম নিও। বাবাকে আমার সালাম দিও। আর আদরের বোনদের দিও আমার পক্ষ থেকে স্নেহ ও ভালোবাসা
——ইতি
তোমার স্নেহের ছেলে
সাজিদুর রহমান
আরও পড়ুন : বাবারে! মনে হয় বুকের মাঝে তোরে শক্ত করে বেঁধে রাখি
এস/ আই.কে.জে/