রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাবারে! মনে হয় বুকের মাঝে তোরে শক্ত করে বেঁধে রাখি

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

স্নেহের রবি,

পত্রের শুরুতেই অফুরান শুভাশিষ আর প্রাণঢালা ভালোবাসা রইলো। আশা করি প্রবাস জীবনে ভালোই আছিস। আমরাও ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছি।

পর সমাচার, মাঝে মাঝে তোর জন্য মনটা ভীষণ উতলা হয়ে উঠে। বাবারে! মনে হয় বুকের মাঝে তোরে শক্ত করে বেঁধে রাখি। কিন্তু তা তো হবার নয়। শিক্ষা শেষে কর্মজীবন তারপর সংসার।

তাইতো শত চেষ্টায়ও কাছে কাছে রাখা গেলো না। জীবনের প্রয়োজনেই আমরা আজ দুই মেরুতে। শত কাজের মাঝে সহস্র ব্যস্ততার ফাঁকে তোকেই দেখি, শুধু তোকেই ভাবি। জানি না কদিন ভালো থাকবো তোদের ছাড়া।  

মোবাইল আর এসএমএস করে মনের কথা ফুরায় না। তাই পত্র লেখা। ভালো থাকিস, সময় মতো খাওয়া-দাওয়া করিস। সময় পেলে একবার দেখে যাস। আজ এখানেই শেষ করছি।

——ইতি 

তোর বাবা

আরও পড়ুন : তোর বোবা কাপড়গুলোও বলে, ‘মা’ তুমি কেঁদো না নিজেকে একলা ভেবে

এস/ আই. কে. জে/ 

বাবা ছেলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন