শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়িটির প্রসঙ্গে যা বললেন সুলতানা কামাল *** 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো *** পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার *** পাকিস্তানের ক্ষমা চাওয়াসহ তিন বিষয়ে সুরাহা চেয়েছে বাংলাদেশ *** ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের *** ছয় মাসে কী সংস্কার করা হয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের *** ইইউর ‘নিরাপদ’ দেশের তালিকায় বাংলাদেশ *** কিস্তি ছাড়ের বিষয়ে আলোচনা চলবে: আইএমএফ *** সংশোধিত ওয়াক্ফ আইন স্থগিত করলেন ভারতের সুপ্রিম কোর্ট *** হিন্দু নারীর বিয়ে, বিচ্ছেদ, সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে পারিবারিক আইনে সংস্কার প্রযোজন

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার (৭ই জানুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮টি আসনের ফলাফল পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফলাফল ঝুলে আছে। একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এটা সম্ভব হয়নি। আগামী ১৩ জানুয়ারি ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ই জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই কথা জানান।

সিইসি বলেন, ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩২ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট ৫৩ হাজার ১৫৬ এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫২ হাজার ২১১ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। যার ফলে স্থগিত কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

ভোটের দিন বিকেল সোয়া ৪টার দিকে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। ফলে কেন্দ্রটির ফলাফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন।

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

ওআ/


ভোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন