শুক্রবার, ১লা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা হোক ন্যায়বিচারের প্রথম ঠিকানা: আইজিপি *** জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ উদ্বোধন *** বিশ্ব রেকর্ড গড়ার পর সোনাও জিতলেন ‘ম্যাজিক’ মারশাঁ *** নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগ নেতাকর্মীদের ‘গোপন বৈঠক’ ঘিরে গ্রেপ্তার ২২, সেনা হেফাজতে এক মেজর *** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত

যে কারণে ব্যক্তিজীবন গোপন রাখতে চান সোহানা সাবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৩ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

একটা সময় অভিনয়ে ব্যস্ত সোহানা সাবার এখন একদমই অভিনয়ের ব্যস্ততা নেই। ছোটপর্দা ও বড়পর্দায় নিয়মিত দেখা গেছে তাকে। ব্যস্ততা না থাকায় একটি ইয়োগা স্কুল খুলেছেন তিনি। এ প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘এ মুহূর্তে শুটিং নিয়ে কোনো ব্যস্ততা নেই। এখন আমি নিজের ইয়োগা স্কুল নিয়ে কাজ করছি। সেখানে এখনও ইন্টেরিয়রের কাজ চলছে। কারণ জায়গাটা মানুষের পছন্দ হওয়ার একটা বিষয় রয়েছে। শুধু তাই নয়, স্কুলের একটা অংশকে আমি আমার অফিস এবং স্টুডিও হিসাবেও তৈরি করছি।

কাজ শেষ করতে পুরো মাস লেগে যাবে। তবে আমি এরই মধ্যে সেশন শুরু করে দিয়েছি। প্রথম ব্যাচের ক্লাস চলছে। খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আর শুটিং শুরু হতে হতে আগামী বছরের ফেব্রুয়ারি।’

ভালোবেসে পরিচালক মুরাদ পারভেজকে বিয়ে করেছিলেন সাবা। কিন্তু ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এখন তিনি সিঙ্গেল মাদার।

আরো পড়ুন: নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্র করতে চাই : শাহরুখ

সাবা বলেন, ‘ব্যক্তিজীবন নিয়ে কাউকে কিছু জানানোর ইচ্ছা আমার নেই। যা-ই করি না কেন, গোপনে করব। কারণ আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নেগেটিভিটি বেশি ছড়ায়।

আমি আমার জীবনে নেগেটিভ কিছু চাই না। তাই ঠিক করেছি, আমি আমার ব্যক্তিজীবন গোপন রাখব, তাহলে কেউ ভেতরের খবরও জানবে না আর নেতিবাচক কিছু বলার সুযোগও পাবে না। কারণ আমার একটা ইমেজ আমি সব সময় মেইনটেন করার চেষ্টা করেছি। সেটাই শেষ পর্যন্ত ধরে রাখতে চাই।’

এদিকে গেল নভেম্বরে মুক্তি পায় সোহানা সাবা অভিনীত ‘অসম্ভব’ নামের একটি চলচ্চিত্র। এর মাধ্যমে ছয় বছর পর বড়পর্দায় ফেরেন তিনি। এতে একজন মধ্যবয়সী নারীর চরিত্রে দেখা গেছে তাকে। যদিও এটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। ছবিটি পরিচালনা করেন অরুণা বিশ্বাস।

এসি/ আই.কে.জে/


সোহানা সাবা ব্যক্তিজীবন গোপন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন