শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপের আপত্তি শরিয়া শাসনে! *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ *** গাজায় যুদ্ধবিরতি ‘কার্যকর’, নিজ এলাকায় ফিরছেন ফিলিস্তিনিরা, সরছেন ইসরায়েলি সেনারা *** ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় যা বলছে হোয়াইট হাউস *** তালেবানের সঙ্গে বৈঠকের পর কাবুলে পূর্ণাঙ্গ দূতাবাস চালুর ঘোষণা দিল্লির *** গুমের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়বিচারের পথে অগ্রগতি: এইচআরডব্লিউ *** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন

লন্ডনের দ্বিতীয় বিলাসবহুল বাড়িটি কিনলেন সেরামের আদর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৬ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লন্ডনে অন্যতম বিলাসবহুল বাড়িটিও কিনে নিলেন ভারতীয় টিকা সম্রাট। বাড়ির নাম মে ফেয়ার ম্যানসন। এই বাড়ি লন্ডনের সবচেয়ে দামি বাড়িগুলোর একটি। দাম বিবেচনায় লন্ডনের সেরা দামি বাড়ির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মে ফেয়ার ম্যানসন। 

লন্ডনের হাইড পার্কের কাছে লাল ইটের দেয়ালে নির্মিত শিল্পশৈলীর বাড়িটি বরাবরই তার সৌন্দর্যের জন্য প্রশংসা পেয়েছে। লন্ডনের ওয়েস্টমিনস্টার সিটিতে ১৯২০ সালে এই বাড়ি তৈরি করেছিলেন অ্যাবারকনওয়ের দ্বিতীয় ব্যারন তথা শিল্পপতি হেনরি ম্যাকলারেন। তার পদবির সম্মানে এই বাড়ির নামকরণ করা হয় অ্যাবারকনওয়ে হাউস। পরে সেই বাড়ি বহুবার হাতবদল হয়ে আসে পোল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যান কুলজিকের হাতে। জ্যানের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বাড়িটি পান তার কন্যা ডমিনিকা কুলজিক। আদর বাড়িটি কিনেছেন ডমিনিকার কাছ থেকেই। 


৬ তলা উঁচু এই বাড়িতে রয়েছে ছয়টি ঘুমের ঘর, ২টি বড় খোলা বারান্দা, অতিথিদের স্বাগত জানানোর রিসেপশন রুম, বড় বসার ঘর, খাবার ঘর, অতিথিদের থাকার ঘর, গ্রন্থাগার, সবজিবাগান সংলগ্ন রান্নাঘর। তবে এই বাড়ির সবচেয়ে বড় আকর্ষণ এর রিসেপশন কক্ষ।  

এই ঘরের ছাদ ৩৫ ফুটেরও বেশি উঁচু। তার দেওয়ালের অর্ধেক কাচের। মাটি থেকে ছাদ পর্যন্ত উঠে গেছে সেই কাচের দেয়াল। তবে শুধু স্থাপত্যশৈলী বা আয়তনেই নয়, এই বাড়ির মাহাত্ম্য লুকিয়ে আছে তার ইতিহাসেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু গুপ্ত বৈঠকের সাক্ষী ছিল এই বাড়ি।

বাড়িটি কিনতে ১৩ কোটি ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড খরচ করেছেন আদর। যা ভারতীয় মুদ্রায় ১৪৪০ কোটি ৮৭ লাখ টাকা। এই বাড়িটিই নিজেদের লন্ডনের ঠিকানা হিসাবে ব্যবহার করবে পুনাওয়ালা পরিবার।

যদিও আদরের পরিবারের ঘনিষ্ঠ সূত্র একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বাড়ি কিনলেও এখনই ভারত ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই পুনাওয়ালা পরিবারের। আপাতত বাড়িটি সেরামের লন্ডন শাখার অতিথি নিবাস হিসাবেও ব্যবহার করা হতে পারে। 

এইচআ/ আই. কে. জে/ 



দামি বাড়ি সেরাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250