সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রুশ বিদ্রোহ

শত্রুদের হিসাব ভুল ছিল: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৫ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩

#

মস্কোতে নিরাপত্তা বাহিনী ও শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকে ভ্লাদিমির পুতিন - ছবি: সংগৃহীত

ভাগনারের ভাড়াটে বাহিনীর বিদ্রোহের বিরোধিতা করার জন্য নিরাপত্তা বাহিনী ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, রাশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

রাশিয়ার শত্রুদের দোষারোপ করে তিনি বলেন, তাদের হিসাব ভুল ছিল। 

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, নিরাপত্তা বাহিনীর প্রধান ও অন্যান্য শীর্ষস্থানীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে সঙ্কটের বিষয়ে তিনি এ মন্তব্য করেন। খবর-আলজাজিরা     

পুতিন বলেন, আমি সকল সৈনিক ও গোয়েন্দা কর্মীদের ধন্যবাদ জানাই যারা বিদ্রোহীদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ভাষণে তিনি জানান, রক্তপাত এড়াতে যা কিছু সম্ভব করা হয়েছিল তার নির্দেশে।

আরো পড়ুন:এখন কী করবেন ভাগনার

মস্কোতে সশস্ত্র বিদ্রোহীদের অগ্রগতি বন্ধে ভাগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সঙ্গে মধ্যস্থতা করার জন্য বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও ধন্যবাদ জানান তিনি।

প্রিগোজিনের নাম উল্লেখ না করে ভাড়াটে কমান্ডার ও সৈন্যদের যারা রক্তপাত এড়িয়ে গেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন। 

রাশিয়ার বিশ্লেষক পাভেল ফেলগেনহাওয়ার পুতিনের মন্তব্যের বিষয়ে বলেন, দেশের জনগণের উদ্দেশে এই ভাষণ গুরুত্বপূর্ণ। তবে এর মানে এই নয় যে, সমস্যাগুলো কেটে গেছে। 

এম/


মস্কো ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন