বৃহস্পতিবার, ৯ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর *** ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া দণ্ডও বাতিল হবে, অধ্যাদেশ সংশোধন হচ্ছে *** গরু ছাড়াই ঘানি টানা সেই প্রবীণ দম্পতিকে সহায়তা তারেক রহমানের *** জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ *** টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয় *** ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই *** অভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৫ বাংলাদেশি ‘শিগগির’ দেশে ফিরবেন, আশা অন্তর্বর্তী সরকারের *** দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে: তারেক রহমান

সাংবাদিক অপহরণের ঘটনায় পাকিস্তানের বান্নুতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহ আগে সাংবাদিক গোহর ওয়াজিরকে অপহরণ ও নির্যাতনের ঘটনার সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং এফআইআর নথিভুক্ত করতে পুলিশের ব্যর্থতার কারণে সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মীরা বৃহস্পতিবার পাকিস্তানের বান্নুতে বিক্ষোভ করে।

জানা যায়, অপহরণকারীরা গোহর ওয়াজিরকে মুক্তি দিলে তিনি বান্নু সিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ২১ এপ্রিল তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে এখন পর্যন্ত তার অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করেনি পুলিশ।

ন্যাশনাল প্রেসক্লাব বান্নুর সভাপতি এবং পশতু বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত, গোহর ওয়াজিরকে প্রায় ৩০ ঘন্টা যাবত অপহরণকারীরা বন্দি করে রাখে এবং বৈদ্যুতিক শক দেয়।

বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা। তারা বিভিন্ন স্লোগান ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড এবং ব্যানার ধারণ করেন এবং আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

ওয়াজির তার অপহরণকারীদেরকে জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করছেন। তারা তাকে বৈদ্যুতিক শক প্রদানের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও রেকর্ড করায়, যেখানে তিনি দেশের উন্নয়নে তাদের অবদানের কথা তুলে ধরে তাদের প্রশংসা করেন।

আরও পড়ুন: ‘আস্থা ভোটে’ জয় পেলেন শাহবাজ শরীফ

তার অপহরণের বিষয়টি পাকিস্তানের মানবাধিকার কমিশন সহ বিভিন্ন মানবাধিকার এবং মিডিয়া অধিকার কমিশনেও উত্থাপিত হয়। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য মহসিন দাওয়ারও তার অপহরণ ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

গত ১৯ এপ্রিল ইদের কেনাকাটা করার জন্য বাজারে যাওয়ার সময় দুইজন সন্দেহভাজন লোক ওয়াজিরকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে আরো তিনজন লোক উপস্থিত ছিল। তারা তাকে অজ্ঞাত এক স্থানে নিয়ে গিয়ে ৩০ ঘন্টা যাবত বাথরুমের ভেতর আটকে রাখে। পরবর্তীতে তার উপর নির্যাতন চালায় অপহরণকারীরা।

পরবর্তীতে তাকে চোখ বন্ধ করে কোথাও ফেলে দিয়ে যায় অপহরণকারীরা। তিনি যাত্রীবাহী বাসে করে বান্নুতে এসে পৌঁছান। সংশ্লিষ্ট থানার কর্মীরা জানান তারা এ ব্যাপারে তদন্ত চালাচ্ছেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন।

এমএইচডি/ আই. কে. জে/

সাংবাদিক অপহরণ পাকিস্তান বিক্ষোভ সামাজিক যোগাযোগ মাধ্যম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250